IPL 2025 Schedule

আইপিএল শুরু ২২ মার্চ, ইডেনে কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচে কোহলির বেঙ্গালুরু, প্রকাশ্যে সূচি

আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। ফাইনাল ২৫ মে। দু’টি ম্যাচই হবে ইডেনে। ৬৫ দিন ধরে চলবে এ বারের আইপিএল। ১৩টি মাঠে খেলা হবে। মোট ৭৪টি ম্যাচ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪০
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আইপিএলের পূর্ণ সূচি ঘোষিত। গত বারের বিজয়ী কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলতে নামবে ইডেনে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২২ মার্চ ইডেনে খেলবে তারা। সেই দিন থেকেই শুরু আইপিএল। ফাইনাল ২৫ মে। সেই ম্যাচও হবে ইডেনে। ৬৫ দিন ধরে চলবে এ বারের আইপিএল। ১৩টি মাঠে খেলা হবে। মোট ৭৪টি ম্যাচ হবে।

Advertisement

২০০৮ সালে কলকাতা এবং বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়েই আইপিএল শুরু হয়েছিল। সেই দুই দলই এ বারের আইপিএলে প্রথম ম্যাচ খেলবে। ইডেনে খেলবেন কোহলি। সেই ম্যাচ নিয়ে আগ্রহ থাকবেই। এই দুই দল একে অপরের বিরুদ্ধে শেষ ম্যাচও খেলবে। ১৭ মে শেষ ম্যাচ কোহলিদের। বেঙ্গালুরুতে নাইটদের বিরুদ্ধে খেলে লিগ পর্ব শেষ হবে তাঁদের। কলকাতারও সেটাই লিগ পর্বে শেষ ম্যাচ।

এ বারের আইপিএলে একটি গ্রুপে রয়েছে কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই এবং পঞ্জাব। অন্য গ্রুপে রয়েছে মুম্বই, লখনউ, দিল্লি, গুজরাত এবং হায়দরাবাদ। সব দল নিজের গ্রুপের সব দলের সঙ্গে দু’টি এবং অন্য গ্রুপের একটি দলের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। বাকি চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে তারা।

Advertisement

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে একটি ম্যাচই খেলবে। ৭ এপ্রিল মুম্বইয়ে হবে সেই ম্যাচ। বেঙ্গালুরু এ বারের আইপিএলে লিগ পর্বে দু’টি করে ম্যাচ খেলবে কলকাতা (২২ মার্চ এবং ১৭ মে), রাজস্থান রয়্যালস (১৩ এবং ২৪ এপ্রিল), চেন্নাই সুপার কিংস (২৮ মার্চ এবং ৩ মে), পঞ্জাব কিংস (১৮ এবং ২০ এপ্রিল) এবং দিল্লি ক্যাপিটালসের (১০ এবং ২৭ এপ্রিল) বিরুদ্ধে। কোহলিদের একটি করে ম্যাচ খেলতে হবে মুম্বই (৭ এপ্রিল), গুজরাত টাইটান্স (২ এপ্রিল), সানরাইজার্স হায়দরাবাদ (১৩ মে) এবং লখনউ সুপার জায়ান্টসের (৯ মে) বিরুদ্ধে।

পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাইয়ের প্রথম ম্যাচ ২৩ মার্চ। প্রথম ম্যাচেই তারা খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে চেন্নাইয়ে। সেই দিনই দুপুরে হায়দরাবাদ এবং রাজস্থান একে অপরের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদে। চেন্নাই দু’টি করে ম্যাচ খেলবে মুম্বই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), বেঙ্গালুরু (২৮ মার্চ এবং ৩ মে), রাজস্থান (৩০ মার্চ এবং ১২ মে), কলকাতা (১১ এপ্রিল এবং ৭ মে) এবং পঞ্জাব (৮ এবং ৩০ এপ্রিল)। একটি করে ম্যাচ খেলবে তারা দিল্লি (৫ এপ্রিল), লখনউ (১৪ এপ্রিল), হায়দরাবাদ (২৫ এপ্রিল) এবং গুজরাতের (১৮ মে) বিরুদ্ধে।

মুম্বইও পাঁচ বার আইপিএল জিতেছে। তারা দু’টি করে ম্যাচ খেলবে চেন্নাই (২৩ মার্চ এবং ২০ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল এবং ১৫ মে), গুজরাত (২৯ মার্চ এবং ৬ মে), লখনউ (৪ এবং ২৭ এপ্রিল) এবং হায়দরাবাদ (১৭ এবং ২৩ এপ্রিল)। হার্দিক পাণ্ড্যের দল একটি করে ম্যাচ খেলবে কলকাতা (৩১ মার্চ), বেঙ্গালুরু (৭ এপ্রিল), দিল্লি (১৩ এপ্রিল) এবং রাজস্থানের (১ মে) বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement