বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে রবিবার। গ্রাফিক: শৌভিক দেবনাথ
বিশ্ব মঞ্চে রবিবার লড়াই শুধু এশিয়ার। টি২০ বিশ্বকাপের দুই গ্রুপের খেলাতেই নামবে শুধু এশিয়া মহাদেশের দলগুলি। এ বারের বিশ্বকাপে এশিয়ার পাঁচটি দল খেলছে। তার মধ্যে চারটি দল খেলতে নামছে রবিবার।
রবিবার প্রথম ম্যাচ দুপুর সাড়ে তিনটে থেকে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ খেলতে নামবে সেই ম্যাচে। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে এসেছে এই দুই দল। টেস্ট খেলিয়ে দেশ হয়েও টি২০ ক্রিকেটে খেলতে হয়েছে যোগ্যতা অর্জন পর্ব। এমন অবস্থায় দুই দলের সামনেই নিজেদের প্রমাণ করার লড়াই। শারজার মন্থর উইকেটে এশিয়ার দুই দলের স্পিন যুদ্ধ দেখার জন্য মুখিয়ে থাকবেন দর্শকরা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
সন্ধেবেলা মহারণ। ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা পাড়ায় পাড়ায়। চায়ের ঠেক থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কার্যালয়, সব জায়গায়তেই আলোচনা চলছে এই ম্যাচ নিয়ে। প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের মত জানিয়েছেন, সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন যে রবিবারের ম্যাচে যে চাপ মুক্ত ভাবে ভাল খেলতে পারবে সেই জিতবে। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে দুবাইয়ে হবে সেই ম্যাচ।