বিরাট কোহলি। ছবি: পিটিআই।
দিল্লির ছেলে বিরাট কোহলি। সেখানেই এ বারের বিশ্বকাপে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। দিল্লির ফিরোজ শাহ কোটলায় (এখন অরুণ জেটলি স্টেডিয়াম) বিরাটের নামে একটি স্ট্যান্ডও রয়েছে। দিল্লির মাঠে খেলতে নেমে খুশি তিনি। তবে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে খেলা খুবই অস্বস্তিকর বলে জানালেন বিরাট।
২০০৮ সালে ভারতীয় দলে অভিষেক হয় বিরাটের। ঘরোয়া ক্রিকেটে বিরাট দিল্লির হয়েই খেলতেন। বাবা মারা যাওয়ার পর দিল্লির হয়ে খেলতে নেমেই রান করেছিলেন। সেই দিল্লির মাঠেই বুধবার নামবেন বিরাট। দীর্ঘ ১৫ বছর ভারতের হয়ে খেলা এবং নেতৃত্ব দেওয়ার পর ৩৪ বছরের বিরাট এখন ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে। তিনি বলেন, “এই মাঠেই প্রথম বার নির্বাচকেরা আমাকে দেখেছিলেন। প্রথম বার সুযোগ পেয়েছিলাম। সব স্মৃতি ভিড় করে আসে। অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামা আমার কাছে খুবই স্পেশাল। তবে ওই মাঠে এখন আমার নামে একটা স্ট্যান্ড আছে। সত্যি বলতে এটা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না। খুব অস্বস্তিকর একটা অনুভূতি। ভাল লাগে এটা দেখে যে, আমি যেখানে খেলা শুরু করেছিলাম, সেখানেই এখন আমার নামে স্ট্যান্ড।”
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
এ বারের আইপিএল খেলার সময় দিল্লিতে খেলতে গিয়েছিলেন বিরাট। সেই সময় তাঁর ছোটবেলার কোচ বিরাটের সঙ্গে করতে এসেছিলেন। মাঠেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল বিরাটকে। দিল্লির মাঠ মানেই বিরাটের কাছে নানা স্মৃতি মনে পড়ে যাওয়া। সেই মাঠেই বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে বিরাটের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে তারা। আফগানিস্তানকে হারিয়েও পয়েন্ট তুলে নিতে চাইবে ভারত।