বাংলাদেশ ক্রিকেট দল। —ফাইল চিত্র।
পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুলকে বোলিং কোচ করল বাংলাদেশ। সামনেই পাকিস্তান সফরে যাবে তারা। সেই সিরিজ়ের আগেই বাংলাদেশের বোলিং আক্রমণের দায়িত্ব নেবেন গুল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গুল। এক মরসুমে ছ’টি ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার।
৪২ বছরের গুলের সঙ্গে আড়াই বছরের চুক্তি করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এখনও সেই চুক্তি পাকা হয়নি। আপাতত তিন মাসের জন্য কোচ থাকবেন গুল। মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে ফল ভাল হলে চুক্তি পাকা হবে বলে জানা গিয়েছে।
বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেওয়ার কথা নিজেই জানিয়েছেন গুল। পাকিস্তানের সংবাদমাধ্যমে তিনি বলেন, “খুব ভাল একটা প্রস্তাব পেয়েছি। নতুন কাজের জন্য মুখিয়ে রয়েছি।”
পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি এক দিনের ম্যাচ ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন গুল। টেস্টে ১৬৩, এক দিনের ক্রিকেটে ১৭৯ ও টি-টোয়েন্টিতে ৮৫টি উইকেট নিয়েছেন তিনি। ১২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৭৯ উইকেট নিয়েছেন তিনি। ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল গুলের। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই পাক পেসার।
এর আগে আফগানিস্তান ও পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন গুল। পাকিস্তান সুপার লিগেও কোচিং করিয়েছেন তিনি। বাংলাদেশ দলে নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম হাসান শাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও খালিদ হাসানের মতো পেসার রয়েছেন। গুল থাকায় তাঁদের সুবিধা হবে বলে মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে এই সিদ্ধান্ত ভাল ভাবে নেননি পাকিস্তানের সমর্থকেরা। বিশেষত যখন তাঁদের দেশের ক্রিকেটের হাল এত খারাপ তখন তাঁদেরই এক প্রাক্তন পেসার অন্য দলের কোচ হয়ে তাঁদের বিরুদ্ধেই খেলবেন, সেই সিদ্ধান্ত মানতে পারছেন না তাঁরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে গুলকে সিদ্ধান্ত বিবেচনার আর্জি জানিয়েছেন তাঁরা।