রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।
নীতীশ রানার ব্যাটে ভর করে ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু সেই ম্যাচ খেলার কথাই ছিল না তাঁর। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক অসুস্থ ছিলেন। তাঁকে চাঙ্গা করেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কী বলেছিলেন তিনি?
ম্যাচের আগের দিন অসুস্থ ছিলেন রানা। অনুশীলনেও যাননি। এমন একটা সময় তাঁকে ফোন করেন দ্রাবিড়। রানা বলেন, “রাহুল স্যর আমাকে ফোন করেন। আমার শরীর ভাল ছিল না। সেই কারণে অনুশীলনে যাইনি। উনি আমাকে বলেন যে, তিন নম্বরে ব্যাট করতে হবে। সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য।”
দ্রাবিড়ের এক ফোনেই চাঙ্গা হয়ে যান রানা। রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৮১ রান করেন। রানা বলেন, “আমায় কেউ ভরসা করলে আত্মবিশ্বাস পাই। দায়িত্ব নিতে পছন্দ করি আমি।”
প্রথম দু’ম্যাচে রানা সে ভাবে রান পাননি। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ পাওয়ার সঙ্গে সঙ্গেই রানে ফিরেছেন। রানা বলেন, “আইপিএলে ১৪টি ম্যাচেই চাপ থাকে। এটা বিশ্বের সেরা লিগ। ব্যাটার হিসাবে তাই চাপটা সব সময় থাকে। সে আগের ম্যাচে জিতি বা হারি। দু’পয়েন্ট সব সময় গুরুত্বপূর্ণ। শুরু থেকে পয়েন্ট পেতে হবে। গত দু’টি ম্যাচে অনেক কিছু ইতিবাচক হয়েছে। অনেক কিছু শিখেছি।”