জাহির খান (বাঁ দিকে) ও সাগরিকা ঘাটগে। —ফাইল চিত্র।
বিয়ের ৮ বছর পর পিতৃত্বের স্বাদ পেয়েছেন জাহির খান। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে। পুত্রসন্তান হয়েছে তাঁদের। আইপিএলের মাঝেই খুশির খবর লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পরিবারে।
কবে পুত্রের জন্ম হয়েছে তা জানাননি জাহির ও সাগরিকা। সমাজমাধ্যমে পুত্রের সঙ্গে ছবি দিয়েছেন তাঁরা। সেখানে দেখা যাচ্ছে, একটি চেয়ারে সদ্যোজাতকে কোলে নিয়ে বসে রয়েছেন জাহির। তাঁর পাশে বসে সাগরিকা। পুত্রের মুখের ছবি দেননি তারকা দম্পতি। তবে তার ছোট্ট হাতের ছবি দিয়েছেন তাঁরা।
জাহির ও সাগরিকা পুত্রের নাম রেখেছেন ফতেহ্সিন, অর্থাৎ জয়ী সিংহ। সমাজমাধ্যমেই সে কথা জানিয়েছেন সাগরিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অনেক ভালবাসা, কৃতজ্ঞতা ও ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমাদের ছোট্ট ছেলে ফতেহ্সিন খান পৃথিবীর আলো দেখেছে।” এই পোস্টের পরে ক্রিকেট ও বিনোদন জগতের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। সদ্যোজাতের জন্যও অনেক ভালবাসার বার্তা এসেছে।
‘চক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান সাগরিকা। সেখানে একজন হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন জাহির ও সাগরিকা। তার ৮ বছর পর সন্তান এল তাঁদের পরিবারে। এখন সাগরিকাকে অভিনয়ে বিশেষ দেখা যায় না। মন দিয়ে সংসার করেন তিনি।
জাহির অবশ্য আইপিএলে মেন্টরের ভূমিকায় অনেক বছর ধরে রয়েছেন। আগে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন তিনি। এ বারের নিলামের আগে তাঁকে মেন্টর করেছে লখনউ। সঞ্জীব গোয়েন্কার দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর। লখনউ এখনও পর্যন্ত সাতটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে। ৮ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছেন ঋষভ পন্থেরা। প্রতিযোগিতার মাঝেই ভাল খবর এল লখনউ শিবিরে।