শুভমন গিল। —ফাইল চিত্র।
ভারতের এক দিনের ক্রিকেটের নতুন সহ-অধিনায়ক করা হয়েছে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু আইপিএলে তাঁর অধিনায়কত্বের সমালোচনা করলেন বীরেন্দ্র সহবাগ। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরেছেন শুভমন। তাঁর নেতৃত্ব ভাল হয়নি বলেই মনে করেন সহবাগ। হারের দায় অধিনায়কের কাঁধে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
সহবাগের মনে হয়েছে, অধিনায়ক হিসাবে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেননি শুভমন। তাঁর আরও বেশি খেলার মধ্যে থাকা উচিত ছিল। শুভমনের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সহবাগ। তিনি বলেন, “আমার মনে হয়েছে, শুভমনের অধিনায়কত্ব ভাল হয়নি। ও তৈরি ছিল না। খেলার মধ্যে কম ছিল। যখন মহম্মদ সিরাজ ভাল বল করছিল, তখন ওকে সরিয়ে আরশাদ খানকে বল দিল। ওই ওভারে ২১ রান উঠল। ওই একটা ওভারই খেলার ছবিটা বদলে দিল।”
সহবাগের মতে, সিরাজকে ডেথ ওভারের জন্য রেখে কাজের কাজ কিছু হয়নি। ম্যাচে কোন পরিস্থিতিতে কাকে বল দিতে হবে সেটা একজন অধিনায়কের সবচেয়ে বড় পরীক্ষা। সেখানেই ব্যর্থ হয়েছেন শুভমন। সহবাগ বলেন, “যখন সিরাজ পাওয়ার প্লে-তে ভাল বল করছে, তখন ওকে ডেথ ওভারের জন্য ধরে রাখার কোনও মানে নেই। শেষ দিকে সকলের মতো ও নিজেও মার খেল। তাতে দলের কোনও সুবিধা হল না।”
গত বার আইপিএলের আগে হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে যাওয়ায় গুজরাতের অধিনায়ক করা হয়েছিল শুভমনকে। গত বার খুব একটা ভাল খেলতে পারেনি গুজরাত। মাত্র পাঁচটি ম্যাচ জিতেছিল তারা। ১২ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে আট নম্বরে শেষ করেছিল গুজরাত। এ বারও শুরুটা ভাল হয়নি দলের।
কোনও দল কতটা সফল তার উপর নির্ভর করে অধিনায়কের সাফল্য। আইপিএলে অন্তত এখনও পর্যন্ত দলকে তেমন সাফল্য দিতে পারেননি শুভমন। পঞ্জাবের বিরুদ্ধে পাওয়ার প্লে ও ডেথ ওভারে রান দিয়েছেন গুজরাতের বোলারেরা। সেখানেই খেলা শুভমনদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। রান তাড়া করতে নেমে বড় রানও করতে পারেননি শুভমন। সব মিলিয়ে প্রথম ম্যাচেই চাপে তিনি। তার মধ্যে সহবাগের সমালোচনা চাপ আরও বাড়িয়ে দিয়েছে শুভমনের উপর।