Vinod Kambli

কাম্বলির জ্বর, তবে স্থিতিশীল, ৫ লাখ টাকা দিচ্ছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর ছেলে

মঙ্গলবার রাতে আচমকাই বিনোদ কাম্বলির জ্বর এসেছে। তাঁর জন্য নির্ধারিত যে চিকিৎসার কথা ছিল তা পিছিয়ে গিয়েছে। কাম্বলির চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিচ্ছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে তথা কল্যাণের সাংসদ শ্রীকান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৫
Share:

হাসপাতালের বিছানায় শুয়ে কাম্বলি। ছবি: পিটিআই।

মহারাষ্ট্রের ঠাণে জেলার একটি হাসপাতালের আইসিইউয়ে ভর্তি রয়েছেন বিনোদ কাম্বলি। মঙ্গলবার রাতে আচমকাই প্রাক্তন ক্রিকেটারের জ্বর এসেছে। ফলে তাঁর জন্য নির্ধারিত যে চিকিৎসার কথা ছিল তা পিছিয়ে গিয়েছে। কাম্বলির চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিচ্ছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে তথা কল্যাণের সাংসদ শ্রীকান্ত।

Advertisement

মূত্রনালিতে সংক্রমণ হয়েছে কাম্বলির। পাশাপাশি মস্তিষ্কেও রক্ত জমাট বেঁধে গিয়েছে। তার জন্য এমআরআই করার কথা ছিল। তবে কাম্বলির জ্বর আসায় সেই প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। কাম্বলির চিকিৎসার দায়িত্বে থাকা বিবেক ত্রিবেদী এ কথা জানিয়েছেন। আগামী দু’-এক দিনের মধ্যে কাম্বলিকে আইসিইউ থেকে বার করে সাধারণ বেডে দেওয়া হবে।

ত্রিবেদী জানিয়েছেন, চার দিন আগেও কাম্বলির অবস্থা সঙ্কটজনক ছিল। মূত্রনালিতে সংক্রমণ হয়ে গিয়েছিল। তবে সেই সংক্রমণ আপাতত সেরে গিয়েছে। কাম্বলি যদি বাড়িতেই থাকতেন তা হলে তাঁর অবস্থা আরও খারাপ হত। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণেই আপাতত তিনি স্থিতিশীল বলে জানিয়েছেন ত্রিবেদী। আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণ করে আইসিইউ থেকে বার করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

এ দিকে, উপমুখ্যমন্ত্রী একনাথ এবং তাঁর ছেলের সংগঠন শ্রীকান্ত শিন্ডে ফাউন্ডেশন কাম্বলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একনাথের নির্দেশে এক আধিকারিক মঙ্গেশ চিউতে হাসপাতালে গিয়ে কাম্বলির সঙ্গে দেখা করেন। হাসপাতালের চিকিৎসকদের অনুরোধ করেন যাতে সর্বোচ্চমানের চিকিৎসা দেওয়া হয় কাম্বলিকে। পাশাপাশি কাম্বলির চিকিৎসার জন্য ফাউন্ডেশন থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন শ্রীকান্ত। আগামী দিনেও কাম্বলি এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement