Shan Masood

‘রোহিতের মতো বাহাদুর হও’, পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে পরামর্শ প্রাক্তন ক্রিকেটারের

প্রথম টেস্টের দু’দিন আগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। তা দেখে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। জানালেন, রোহিত শর্মার মতো ‘বাহাদুর’ হয়ে সিদ্ধান্ত নিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৭:৩৭
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

প্রথম টেস্টের দু’দিন আগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। তা দেখে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। জানালেন, রোহিত শর্মার মতো ‘বাহাদুর’ হয়ে সিদ্ধান্ত নিতে।

Advertisement

ইংল্যান্ডের দেখাদেখি পাকিস্তানেরও প্রথম একাদশ ঘোষণা করে দেওয়া উচিত ছিল বলে মনে করেন বাসিত। তাঁর কথায়, “শান মাসুদ সাহেব, প্রতি আক্রমণ করা উচিত ছিল আপনার।”

বাসিত আরও বলেছেন, “এখনও দেরি হয়নি। রবিবার সকালে পিচ দেখার পর ঘোষণা করে দিন।” এর পরেই মজা করে বলেন, “কী আর হবে? একটা ভুলই তো হবে। হোক না। বাংলাদেশের বিরুদ্ধেও তো অনেক ভুল হয়েছিল। যারা প্রতি আক্রমণ করে তারাই জেতে।”

Advertisement

বাসিতের মতে, বাংলাদেশের বিরুদ্ধে ভারত সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বলেই জিতেছে। তিনি বলেছেন, “যদি আপনি রোহিত শর্মার মতো বাহাদুর অধিনায়ক হতে চান তা হলে সিদ্ধান্ত নিতে শিখুক। সাহসী সিদ্ধান্ত নিতে পারলে তবেই জিতবেন।”

তিনি ভারতের আরও কয়েকজন ক্রিকেটারের উদাহরণ টেনেছেন যাঁরা সাহসী। বাসিত বলেছেন, “আপনাকে বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা বা বুমরার মতো হতে হবে না। আপনি নিজের মতো থাকুক। সাহস দেখান। সতীর্থদের বলুন যে ওরাও ম্যাচ জেতাতে পারে। সহজ ব্যাপার।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement