Dollar Abasoner Big Boss 2024

আপনার ভোটই ঠিক করে দেবে আপনার ‘আবাসনের বিগ বস্’কে?

২০২৩ সালের সাফল্যের পরে ফের শুরু হল আনন্দবাজার অনলাইন আয়োজিত, ডলার ‘আবাসনের বিগ বস্’।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ ১৬:৩৩
Share:

কে হবে ‘আবাসনের বিগ বস্’?

বিদ্যুতে সমস্যা? পাম্প বা লিফ্ট খারাপ? বা অন্য কিছু অসুবিধা? দুশ্চিন্তা করবেন না। সমস্যা যেমনই হোক না কেন, প্রত্যেক আবাসনেই এমন একজন থাকেন, যাঁর কাছে সব সময়েই সমস্ত সমস্যার সমাধান থাকে। তিনি যে কোনও বিপদে আবাসনের মানুষদের পাশে এসে দাঁড়ান এক লহমায়। খুঁজে বের করে দেন সব সমাধানের রাস্তা। তবে শুধু সমস্যাই নয়, সমস্ত কাজে তাঁকেই আগে পাওয়া যায়। তা সে, পুজো হোক বা ক্রিকেট ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা সামাজিক কর্মকাণ্ড, পুজোর সময় প্রতিযোগিতার মাধ্যমে এমন ব্যক্তিত্বদেরকেই সম্মান জানায় ‘ডলার’ এবং আনন্দবাজার অনলাইন।

Advertisement

২০২৩ সালের সাফল্যের পরে ফের শুরু হল আনন্দবাজার অনলাইন আয়োজিত, ডলার ‘আবাসনের বিগ বস্’। অর্থাৎ প্রত্যেক আবাসনেই এমন এক জন ব্যক্তি থাকেন, যাঁর কাছে থাকে সব সমস্যার সমাধান। যে কোনও অসুবিধায়, যাঁকে সব সময় পাশে পাওয়া যায়। আবাসনের প্রতিটি কর্মকাণ্ডে যিনি নির্দ্বিধায় সবার আগে এগিয়ে আসেন। বিগত বছরগুলিতেও এই কর্মকাণ্ডে মিলেছে দারুণ সাফল্য। ফের তাঁদের সম্মান জানাতেই এ বছরেও এমন অভিনব উদ্যোগ নিল ‘ডলার’ এবং আনন্দবাজার অনলাইন।

এই বছর ১৬০-রও বেশি আবাসন অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে থেকে সেরা ২০ জনকে বেছে নিয়েছি আমরা। তাঁদের কর্মকাণ্ড ছবি-সহ পোস্ট করা হয়েছে আনন্দবাজার অনলাইনের ফেসবুক পেজ়ে। ছবিতে প্রাপ্ত লাইক ও শেয়ারের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ৩ জনকে।

Advertisement

লাইক ও শেয়ার করার শেষ সময় ১১ অক্টোবর, সন্ধ্যে ৬টা।

রইল সেরা কুড়ির তালিকা।

১। প্রীতম লোধ - অ্যাস্পিরা রেসিডেন্সি

২। সুজন কুমার রায় - সুকান্ত অ্যাপার্টমেন্ট

৩। প্রশান্ত অধিকারী - ওরবিট লুমিয়ার

৪। পার্থ রায় - সিদ্ধা পাইনস

৫। সন্দীপ মজুমদার - গল্ফগ্রিন

৬। অভিমন্যু মুখোপাধ্যায় - সিদ্ধা টাউন রাজারহাট

৭। দেবাশীষ সমাদ্দার - মেঘ মল্লার

৮। অশোক দত্ত - ইটার্নিস

৯। কৌশিক রায় - কীর্তি অ্যাপার্টমেন্ট

১০। সুলেখা দত্ত - বিটিসি সোনার সংসার

১১। নন্দলাল ঘোষ - গীতা ভবন

১২। রাজীব ভট্টাচার্য - কসমোপলিস

১৩। শুভশ্রী সাহা - শ্রীরাম এস্টেটস

১৪। সুশীল কুমার শাহ - সুকাসা উড

১৫। দীপঙ্কর সাহা - পুষ্পকালয় হাউজ়িং সোস্যাইটি

১৬। অভিজিৎ রায় - স্রাচী দক্ষিণ

১৭। অর্ধেন্দু সরকার - জিপিএস মিনা ফর্চুনা

১৮। শুভজিৎ রায় - নর্থ প্লাজা হাউজ়িং কমপ্লেক্স

১৯। অম্লান চক্রবর্তী - স্কাইলাইন লেকভিউ

২০। শান্তনু বসু - রেল বিহার

রেজিস্ট্রেশন পর্বের পরে প্রাথমিক স্তরে সেরা ২০ জন ‘আবাসনের বিগ বস্’দের বেছে নেওয়া হয়েছে। এর পর শুরু হবে আসল লড়াই। অবশেষে ছবিতে প্রাপ্ত লাইক ও শেয়ারের ভিত্তিতে বেছে নেওয়া হয় এই সেরা ৩ জনকে।

শহরের সেই সেরা ৩ ‘আবাসনের বিগ বস্’দের সম্মান জানাবে আনন্দবাজার অনলাইন ও ডলার। আবাসনের বিগ বস্’-এর পরবর্তী আপডেট জানতে নজর রাখুন আনন্দবাজার অনলাইনে। তা হলে আর দেরি কেন? বেছে নিন আপনার আবাসনের সেরা ‘বিগ বস্’কে।

শুভ শারদীয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement