India vs Australia

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত, রোহিতকে সিরিজ়ের কোনও ম‍্যাচেই নেতৃত্বে চাইছেন না গাওস্কর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা অনিশ্চিত বলে জানিয়েছেন। গাওস্করের মতে প্রথম টেস্টে রোহিত না খেললে পুরো সিরিজ়েই ভারতকে নেতৃত্ব দেওয়া উচিত যশপ্রীত বুমরার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ০৯:৪৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ০-৩ হার মেনে নিতে পারছেন না সুনীল গাওস্কর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা অনিশ্চিত বলে জানিয়েছেন। গাওস্করের মতে প্রথম টেস্টে রোহিত না খেললে পুরো সিরিজ়েই ভারতকে নেতৃত্ব দেওয়া উচিত যশপ্রীত বুমরার।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ২২ নভেম্বর। সেই ম্যাচ হয়তো খেলবেন না রোহিত। ব্যক্তিগত কারণে তিনি ওই টেস্ট থেকে ছুটি নিয়েছেন বলে জানা গিয়েছে। গাওস্কর বলেন, “অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তা হলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজ়ের জন্যই বুমরাকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজ়ের মাঝে দলে যোগ দিলে শুধু মাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।”

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচ পার্‌থে। ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা সেই টেস্টে হয়তো খেলবেন না রোহিত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ হারের পর অস্ট্রেলিয়া সফরের প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ ভারতের কাছে। কারণ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই কঠিন হয়ে গিয়েছে রোহিতদের জন্য। রোহিতকে জিজ্ঞে করা হয়েছিল তিনি অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলবেন কি না। উত্তর ভারত অধিনায়ক বলেন, “পার্‌থ টেস্টে খেলব কি না এখনও নিশ্চিত নই। দেখা যাক কী হয়।”

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট জিততে হবে ভারতকে। গাওস্কর বলেন, “আমার মনে হয় না ভারত পারবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ জেতা সম্ভব নয়। ওরা যদি এটা করে দেখাতে পারে, আমি খুব খুশি হব। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। ভারত ৩-১ জিততে পারে। কিন্তু ৪-০ কঠিন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মাথায় নিয়ে খেলা ঠিক হবে না। লক্ষ্য থাকা উচিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা। সে ১-০, ২-০, ৩-০, ৩-১ বা ২-১ জিতুক। জেতাটা জরুরি। জিততে পারলেই ভারতের ক্রিকেট সমর্থকেরা আবার আনন্দ পাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement