জেমস অ্যান্ডারসন। ফাইল চিত্র
টেস্টে নজির গড়লেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তিনিই প্রথম ক্রিকেটার, যিনি নিজের দেশে ১০০টি টেস্ট খেললেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে এই নজির গড়েছেন তিনি।
এর আগে নিজের দেশে সব থেকে বেশি টেস্ট খেলার নজির ছিল সচিন তেন্ডুলকরের। ভারতের প্রাক্তন ক্রিকেটার দেশের মাটিতে ৯৪টি টেস্ট খেলেছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং তাঁর দেশে ৯২টি টেস্ট খেলেছেন। তালিকায় চার নম্বরে রয়েছেন অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। তিনি ইংল্যান্ডে ৯১টি টেস্ট খেলেছেন। ব্রড এখনও খেলছেন। তাই পন্টিং, সচিনকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।
টেস্টে উইকেটের তালিকায় তিন নম্বরে রয়েছেন অ্যান্ডারসন। ১৭৪টি টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ৬৬১। তালিকায় শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলীধরণ। শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনারের ১৩৩টি টেস্টে ৮০০টি উইকেট রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার শেন ওয়ার্ন ১৪৫টি টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন।