Bangladesh

T20 World Cup 2021: ব্যর্থ শাকিব, লিটনরা, দ্বিতীয় ম্যাচেও হেরে টি২০ বিশ্বকাপে বেশ চাপে বাংলাদেশ

শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের কাছেও হার শাকিব আল হাসানদের। ৮ উইকেটে জয় পেল ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৮:৩৪
Share:

শাকিবদের পরের পর্বে যাওয়া বেশ কঠিন হচ্ছে। —ফাইল চিত্র

দ্বিতীয় ম্যাচেও হার বাংলাদেশের। শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের কাছেও হার শাকিব আল হাসানদের। ৮ উইকেটে জয় পেল ইংল্যান্ড। ২০ ওভারে ১২৪ রান করে বাংলাদেশ। মাত্র ১৪.১ ওভারে ১২৬ রান তুলে জিতে যায় ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৪ রানের মধ্যে দুই ওপেনার লিটন দাস (৯) এবং মহম্মদ নইমকে (৫) হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। ব্যর্থ হন শাকিব আল হাসানও (৪)। মুশফিকুর রহিম (২৯) এবং মাহমুদুল্লাহ (১৯) চেষ্টা করলেও ইংরেজ বোলাররা কখনও ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি তাঁদের। প্রথম ম্যাচের মতো এই বাংলাদেশের বিরুদ্ধেও সফল টাইমল মিলস। তিনটি উইকেট নেন তিনি।

Advertisement

লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা কিছুটা রান করায় বাংলাদেশের রান একশো পার করে। নুরুল হাসান (১৬), মেহেদি হাসান (১১) এবং নাসুম আহমেদ (১৯) বাংলাদেশকে পৌঁছে দেয় ১২৪ রানে। তবে সেই লক্ষ্য কখনও কঠিন ছিল না ইংল্যান্ডের জন্যও।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ইংল্যান্ডের হয়ে ৩৩ বলে অর্ধশতরান করে বাংলাদেশের সব আশা শেষ করে দেন জেসন রয়। ৩৮ বলে ৬১ রান করে ম্যাচের সেরাও তিনিই। তিনটি ছয় এবং পাঁচটি চার মেরেছেন জেসন। জস বাটলার ১৮ রান করেন। ২৫ বলে ২৮ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দাউইদ মালান।

Advertisement

যোগ্যতা অর্জন পর্বে জিতে মূল পর্ব খেলতে এসে পরপর দুই ম্যাচে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। তবে এখনই সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হচ্ছে না তাদের। তিনটি ম্যাচ খেলা বাকি রয়েছে শাকিবদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement