Ravichandran Ashwin

ভারতে খেলতে এলেই বাজ়বলের জারিজুরি শেষ হয়ে যাবে, ইংরেজদের কটাক্ষ অশ্বিনের

ইংরেজ ক্রিকেটের নয়া ঘরানাকে ঘুরিয়ে কটাক্ষ করলেন রবিচন্দ্রন অশ্বিন। জানালেন, সব জায়গায় বাজ়বল সফল হবে না। অর্থাৎ তাঁর ইঙ্গিত, ভারতে এলে বাজ়বলের জারিজুরি খতম হয়ে যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০
Share:

অশ্বিন পিচ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডব্লিউভি রমনের কথা। ফাইল ছবি

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দাপটের সঙ্গে জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টেও তারা ফলো-অন করিয়েছে। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হওয়ার পর ইংল্যান্ডের ক্রিকেট খেলার ধরন আগ্রাসী হয়ে গিয়েছে, যা পরিচিত হচ্ছে ‘বাজ়বল’ নামে। তবে ইংরেজ ক্রিকেটের নয়া ঘরানাকে ঘুরিয়ে কটাক্ষ করলেন রবিচন্দ্রন অশ্বিন। জানালেন, সব জায়গায় বাজ়বল সফল হবে না। অর্থাৎ তাঁর ইঙ্গিত, ভারতে এলে বাজ়বলের জারিজুরি খতম হয়ে যাবে।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, “টি-টোয়েন্টি মতো টেস্টে খেলা যাবে না। দ্বিতীয়ত, এখন বাজ়বল বলে একটা ধারণা তৈরি হয়েছে। ইংল্যান্ড খুব গতিময় ক্রিকেট খেলছে। একটা নির্দিষ্ট ঘরানা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু কিছু কিছু উইকেটে প্রতি বলে মারার চেষ্টা করতে গেলে ব্যর্থ হতে হবে। আগ্রাসী ক্রিকেটের সুবিধা এবং অসুবিধা দুই-ই আছে। মাঝেমাঝে পিচের অবস্থাকেও সমীহ করতে হয়।”

পিচ কতটা পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচে, সেটা ভারতে খেলতে এসে টের পেয়েছে অস্ট্রেলিয়া। অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার ঘূর্ণিতে মাত হয়ে গিয়েছে তারা। ঘূর্ণি পিচে যে বাজ়বলের মতো আগ্রাসী ক্রিকেট খেলা যাবে না, সেটাই পরোক্ষে বোঝাতে চেয়েছেন অশ্বিন।

Advertisement

অশ্বিন এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডব্লিউভি রমনের কথা। বলেছেন, “রমন আমাকে মাঝেমাঝেই বলত, ‘ওহে, উইকেটের বিরুদ্ধে কখনও লড়তে যেয়ো না। সুইমিং পুলে যে ভাবে সাঁতার কাটো, সেটা কি সমুদ্রে গিয়েও কাটবে? পারবে না, তাই তো? ঠিক সে ভাবেই পিচকে ভাল করে বুঝে নিয়ে সেই মতো খেলার চেষ্টা করো। তা হলে পিচও তোমাকে বুঝতে পারবে।’ আমি সেটা এখনও মাথায় রাখি।”

ম্যাকালাম কোচ হওয়ার পর এখনও ভারতে আসেনি ইংল্যান্ড। তবে খুব বেশি অপেক্ষা করতে হবে না তাঁদের। ২০২৪-এর শুরুতেই পাঁচ টেস্টের সিরিজ়‌ খেলতে এ দেশে আসবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement