England vs West Indies

রুট, স্মিথের ব্যাটে লড়াই, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও জয়ের দিকে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড। প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় দিনে ঢেকে দিল তারা। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে এগিয়ে – রানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ২৩:২৮
Share:

উইকেট নিয়ে উল্লাস ইংল্যান্ড ক্রিকেটারদের। ছবি: রয়টার্স।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড। প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় দিনে ঢেকে দিল তারা। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ইংল্যান্ড ৬১ রানে এগিয়ে। ইংল্যান্ডের হয়ে ভাল খেললেন জো রুট এবং জেমি স্মিথ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়‌ের ৩৩ রানে ২ উইকেট।

Advertisement

তৃতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ়কে ২৮২ রানে অলআউট করে দিলেও ইংল্যান্ড খুব একটা স্বস্তিতে ছিল না। তিন উইকেট হারিয়েছিল। সেই চাপ আরও বাড়ে দ্বিতীয় দিন সকালে। ৫৪ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারেরা তখন পিচে আগুন ঝরাচ্ছেন।

সেই জায়গা থেকে দলকে টেনে তোলেন জো রুট এবং বেন স্টোকস। ষষ্ঠ উইকেটে দু’জনে মিলে ১১৫ রান যোগ করেন। চালিয়ে খেলেছেন দু’জনেই। ৩৬তম ওভারে আউট হন স্টোকস। পাঁচটি চারের সাহায্যে ৬৯ বলে ৫৪ রান করেন। ব্যক্তিগত ৮৭ রানের মাথায় ফিরে যান রুটও। বাকিদের তুলনায় তিনি কিছুটা ধরে খেলছিলেন। ১২৪ বলে ৮৭ রান করে ফিরে যান।

Advertisement

তবে সেখানেই ইংল্যান্ডের লড়াই শেষ হয়নি। উইকেটকিপার জেমি স্মিথ এই ম্যাচেও ভাল খেললেন। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন। ক্রিস ওকসের সঙ্গে জুটি বেধে অষ্টম উইকেটে ১০৬ রান যোগ করেন। ১০৯ বলে ৯৫ রান করেন স্মিথ। ওকস ৭৮ বলে ৬২ রান করে আউট হন। পরের দিকে কেউ সে ভাবে খেলতে পারেননি। ৩৭৬ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ়‌ের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই ক্রেগ ব্রাথওয়েটকে ফেরান ওকস। দলের ২২ রানের মাথায় ফেরেন কার্ক ম্যাকেঞ্জিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement