গাড়ির মাথায় বসে সরফরাজ খান এবং অনয়া বাঙ্গার। চালকের আসনে নওশাদ খান। ছবি: ইনস্টাগ্রাম।
কিছু দিন আগেই এক পডকাস্টে সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া জানিয়েছিলেন, পুরুষ ক্রিকেটারেরা তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করতেন। পুরুষ হিসাবে জন্মালেও ২০২১ সালে লিঙ্গ পরিবর্তন করান তিনি। কর্মসূত্রে ইংল্যান্ডে থাকেন অনয়া। সম্প্রতি দেশে ফিরেছেন। সোমবার অনয়ার সঙ্গে দেখা গেল সরফরাজ় খানকে। এক সময় একসঙ্গে ক্রিকেট খেলতেন তাঁরা।
অনয়া কিছু ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে একটি কালো গাড়ির মাথায় বসে রয়েছেন অনয়া এবং সরফরাজ়। গাড়ির চালকের আসনে সরফরাজ়ের বাবা নওশাদ। ছবি পোস্ট করে অনয়া লিখেছেন, “আমরা হাতে ফোন পাওয়ার আগে ব্যাট পেয়েছিলাম। শুরু থেকে বন্ধু আমরা। মুশির তোমাকে মিস্ করছি।” সেই সঙ্গে ছোটবেলার ছবিও পোস্ট করেছেন অনয়া। সরফরাজ়ের বাড়িতে গিয়েছিলেন তিনি।
এ বারের আইপিএলের নিলামে অবিক্রিত থেকে যান সরফরাজ়। তাঁর ভাই মুশির খানকে কিনেছে পঞ্জাব কিংস। এখনও কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। মুশির আইপিএলে খেলতে ব্যস্ত থাকায় অনয়ার সঙ্গে শুধু সরফরাজ়ের দেখা হয়েছে।
কিছু দিন আগে ‘দ্য লালনটপ’ ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনয়া বলেছিলেন, “আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনই অনেক হেনস্থার শিকারও হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাত। এক জন সকলের সামনে গালিও দিয়েছিলেন। সেই তিনিই আবার আমার পাশে বসে আমার সঙ্গে ছবিও তুলতে চেয়েছিলেন।”
পুরুষ হিসাবে ক্রিকেট খেলার সময় মুশির খান, সরফরাজ় খান, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে খেলেছিলেন তিনি। অনয়া বলেছিলেন, “আমি যে মনে মনে নারী হতে চাই, সেটা কাউকে বলতাম না। আমার বাবা পরিচিত মুখ। সেই কারণেই বলতাম না। ক্রিকেট দুনিয়ায় কোনও নিরাপত্তা নেই। বিষাক্ত পুরুষে ভরা।”