T20 World Cup 2024

কেকেআরের ওপেনারকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের, নেই স্টোকস

জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দল খেলবে বিশ্বকাপ ধরে রাখার জন্য। গত বার অস্ট্রেলিয়ার মাটিতে বাটলারেরাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৭:২৩
Share:

বেন স্টোকস। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড। সেই দলে নেই বেন স্টোকস। তিনি আগেই দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দল খেলবে বিশ্বকাপ ধরে রাখার জন্য। গত বার অস্ট্রেলিয়ার মাটিতে বাটলারেরাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট।

Advertisement

ইংল্যান্ড দলে ফেরানো হয়েছে জফ্রা আর্চারকে। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। সেই পেসারকে দলে ফেরাল ইংল্যান্ড। ২০২৩ সালের মার্চ মাসে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন আর্চার। তার পর থেকেই কনুইয়ের চোট নিয়ে ভুগছিলেন তিনি।

ক্রিস জর্ডন ফর্মে নেই। কিন্তু তাঁকে দলে রাখা হয়েছে। তিনি শেষ বার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। বাটলারের সঙ্গে ইংল্যান্ড দলের টপ অর্ডারে থাকছেন উইল জ্যাকস, ফিল সল্ট এবং জনি বেয়ারস্টো। এ ছাড়াও বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেনের মতো ক্রিকেটারেরা রয়েছেন।

Advertisement

ইংল্যান্ডের ১৫ জনের দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলে, উইল জ্যাকস, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিচি টপলে, মার্ক উড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement