Pakistan vs Australia

ওয়ার্নার শতরান করতেই জবাব স্ত্রী ক্যান্ডিসের, লক্ষ্য কি সমালোচক জনসন?

বল বিকৃতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন ওয়ার্নার। তা নিয়ে ওয়ার্নারকে কয়েক দিন আগে কটাক্ষ করেছিলেন জনসন। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারের ব্যাট জবাব দেওয়ার পর মুখ খুললেন তাঁর স্ত্রীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৪০
Share:

শতরানের পর ডেভিড ওয়ার্নার। ছবি: আইসিসি।

পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেটজীবনের শেষ টেস্ট সিরিজ় খেলছেন ডেভিড ওয়ার্নার। তাঁর বিদায়ী সিরিজ় নিয়ে হইচই করার কিছু নেই বলে কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন মিচেল জনসন। বাঁহাতি ওপেনারের বিরুদ্ধে ওঠা বল বিকৃতির প্রসঙ্গ টেনে প্রাক্তন সতীর্থকে কটাক্ষ করতেও ছাড়েননি জনসন। প্রথম টেস্টে ওয়ার্নার ১৬৪ রান করার পর প্রাক্তন জোরে বোলারকে জবাব দিলেন তাঁর স্ত্রী।

Advertisement

স্বামীর আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি ক্যান্ডিস ওয়ার্নার। অসি ওপেনার শতরান করতেই সমাজমাধ্যমে ভেসে ওঠে ক্যান্ডিসের পোস্ট। মনে করা হচ্ছে তা জনসনকে উদ্দেশ্য করেই। ওয়ার্নার শতরান করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা তাঁর ব্যাট তোলার ছবি পোস্ট করে সমাজমাধ্যমে। সঙ্গে লেখা হয় ‘সেঞ্চুরি’। সেই ছবিই নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন ক্যান্সিড। সৌজন্য বজায় রেখে কোনও শব্দ খরচ করেননি ওয়ার্নারের ঘরনি। তবে একটি ইমোজির মাধ্যমে কড়া জবাব দিয়েছেন তিনি। নিজের পোস্টে ক্যান্ডিস ব্যবহার করেছেন মুখে আঙুল দেওয়া ইমোজি। অর্থাৎ, জনসনকে মুখ বন্ধ করতে বলেছেন তিনি। ওয়ার্নারও শতরান করার পর উচ্ছ্বাসের লাফ দিয়ে মুখে আঙুল দিয়ে সমালোচকদের চুপ থাকার ইঙ্গিত করেছিলেন।

সিরিজ় শুরুর আগে ওয়ার্নারকে কটাক্ষ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জনসন। তাঁকে খোয়াতে হয়েছে ধারাভাষ্যকারের চাকরি। যদিও এত দিন ওয়ার্নার বা ক্যান্ডিস কোনও মন্তব্য করেননি। পার্‌থে ১৬৪ রানের ইনিংসের পরেও মুখ খুললেন না তাঁরা। কেবল ইঙ্গিতেই কড়া জবাব দিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement