David Warner

IPL 2022: ‘ওরা আমাকে দলে নেবে না’, হায়দরাবাদ নিয়ে নিশ্চিত ওয়ার্নার

মঙ্গলবারের মধ্যে আইপিএল-এর ৮টি দল কোন কোন ক্রিকেটারকে দলে রাখবে তা জানিয়ে দেবে বোর্ডকে। বিসিসিআই-এর তরফে তা জানিয়ে দেওয়া হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৮:১৬
Share:

—ফাইল চিত্র

দলে ক্রিকেটার ধরে রাখার জন্য মঙ্গলবারই শেষ দিন। আইপিএল-এর কোন দল কাকে ধরে রাখবে তা নিয়ে জল্পনা চলছে। তবে ডেভিড ওয়ার্নার নিশ্চিত যে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলে রাখবে না।

মঙ্গলবারের মধ্যে আইপিএল-এর ৮টি দল কোন কোন ক্রিকেটারকে দলে রাখবে তা জানিয়ে দেবে বোর্ডকে। বিসিসিআই-এর তরফে তা জানিয়ে দেওয়া হবে। ইনস্টাগ্রামে ওয়ার্নারকে এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘হায়দরাবাদ আপনাকে দলে নিলে তাদের হয়ে খেলবেন?’ উত্তরে ওয়ার্নার লেখেন, ‘ওরা নেবে না। তবে আমি তা নিয়ে কিছু করতে পারব না।’

Advertisement

আইপিএল ২০২১-এ ওয়ার্নারের অধিনায়কত্ব কেড়ে নেয় হায়দরাবাদ। ৬ ম্যাচে ১৯৩ রান করা ব্যাটারকে বসিয়েও দেওয়া হয় আইপিএল-এর মাঝপথে। প্রথম একাদশে জায়গাই পাচ্ছিলেন না হায়দরাবাদকে আইপিএল জেতানো অধিনায়ক। এ বছর তাঁকে আর দলে রাখা হবে না বলেই জানিয়েছেন ওয়ার্নার।

সূত্রের খবর, হায়দরাবাদ দলে রাখতে চলেছে কেন উইলিয়ামসনকে। তাঁকে রাখার জন্য ১৪ কোটি টাকা খরচ করতে হবে হায়দরাবাদকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement