MS Dhoni

ধোনিকে ছাড়াই চেন্নাইয়ের আইপিএল শিবির শুরু, কারা যোগ দিলেন? কবে আসবেন মাহি?

মুকেশ অম্বানীর পুত্র অনন্তের প্রাক্ বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে ছাড়াই সিএসকে-র আইপিএল শিবির শুরু হয়ে গেল। মাহি কবে যোগ দেবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১৭:৪১
Share:

জামনগরে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

মুকেশ অম্বানীর পুত্র অনন্তের প্রাক্ বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে ছাড়াই শনিবার থেকে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) আইপিএল শিবির শুরু হয়ে গেল। বেশ কয়েকজন ক্রিকেটার সেই শিবিরে যোগ দিয়েছেন। ২২ মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই খেলবে চেন্নাই।

Advertisement

তামিল নাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “স্থানীয় ক্রিকেটারেরা শিবিরে যোগ দিয়েছে। শুক্রবারই চলে এসেছে ওরা। বাকিরা ধীরে ধীরে শহরে আসা শুরু করবে।” শুক্রবারই সিএসকে-র তরফে জানানো হয়েছিল, সিমরজিৎ সিংহ, রাজবর্ধন হাঙ্গারগেকর, মুকেশ চৌধরি, প্রশান্ত সোলাঙ্কি, অজয় মণ্ডল এবং দীপক চাহার শিবিরে যোগ দিচ্ছেন।

গত বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি চাহার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে মাঝপথ থেকে নাম তুলে নেন। তাঁর বাবা অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরেও যাননি। এর পর ফিটনেস ফিরে পেতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) অনুশীলন করেছেন। আইপিএলে ভাল খেলে তাঁর সামনে সুযোগ জাতীয় দলে ফিরে আসার। টি-টোয়েন্টি বিশ্বকাপই তাঁর পাখির চোখ।

Advertisement

এ দিকে, ধোনি সস্ত্রীক জামনগরে গিয়েছেন। কবে শিবিরে যোগ দেবেন তা এখনই জানা যায়নি। তবে সূত্রের খবর, আগামী সপ্তাহেই যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement