Chirodini Tumi Je Amar

আর্যের অপেক্ষায় বসে অপর্ণা, পথে বাধা কিঙ্করের! নায়িকার অভিমান কি ভাঙাতে পারবে নায়ক?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে চলছে মান-অভিমান পর্ব। আর্য-অপর্ণার সমীকরণে মজে দর্শক। নায়িকার অভিমানে কি মন গলবে নায়কের?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১২:১২
Share:
Chirodini Tumi Je Amar Serial

মান-অভিমান ভুলে কি কাছে আসবে অপর্ণা-আর্য্য? ছবি: সংগৃহীত।

ছোট পর্দায় অসম প্রেমের গল্প দর্শক আগেও দেখেছে। এই ধরনের প্রেমের কাহিনি নিয়ে দর্শক মনে কৌতূহলও কম নেই। তাই জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়েও কম আলোচনা হচ্ছে না। অপর্ণা আর আর্যের কাহিনি। পরিস্থিতি যেমন তাতে এক সময় যে নায়ক, নায়িকা পরস্পরের প্রেমে মজবে, তা বুঝতে খুব সমস্যা হয় না। কিন্তু প্রেম, সম্পর্কের আগে রাগ-অনুরাগের যে পর্ব দেখানো হচ্ছে তা আরও তারিয়ে তারিয়ে উপভোগ করছেন জীতু, দিতিপ্রিয়ার অনুরাগীরা। অপর্ণা যে তাঁর আর্য স্যরের প্রেম হাবুডুবু খাচ্ছে, তা তাঁর ব্যবহারেই স্পষ্ট। অন্য দিকে আর্যের মনও নরম হয়েছে। কিন্তু সামাজিক একটা ব্যবধান তো রয়েই যায়।

Advertisement

প্রায় ২৯ টি কোম্পানির মালিক যে ব্যক্তি সে কিনা সামান্য একটি নিম্ন মধ্যবিত্ত বাচ্চা মেয়ের প্রতি আকৃষ্ট হবে! আর্য ঘনিষ্ঠদের পক্ষে তা মেনে নেওয়া বেশ কঠিন। এই গল্পেও তার অন্যথা হচ্ছে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন প্রোমোয় তা স্পষ্ট। দেখা যাচ্ছে, মা-বাবাকে নিয়ে রেস্তরাঁয় বসে রয়েছে অপর্ণা। অপেক্ষা করছে আর্যের। অন্য দিকে নায়ক ব্যস্ত মিটিংয়ে। অপর্ণার মিসড্‌ কল দেখেই সঙ্গে সঙ্গে মিটিং স্থগিত রেখেই বেরিয়ে পড়ে সে। কিন্তু যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় আর্যের বন্ধু কিঙ্কর। নায়ক, নায়িকার ঘনিষ্ঠতা যে মীরাও সহ্য করতে পারছে না, তা গত কয়েকটি পর্বে স্পষ্ট হয়ে গিয়েছে।

কিন্তু নতুন প্রোমো অনেক প্রশ্নই উসকে দিয়েছে। কিঙ্করের বাধা পেরিয়ে অপর্ণার কাছে কি পৌঁছতে পারবে আর্য? অভিমানী অপর্ণার মান কি ভাঙাতে পারবে সে? নায়ক-নায়িকাকে কাছাকাছি দেখার অপেক্ষাতেই রয়েছে দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement