Rishabh Pant Foundation

দুঃস্থ মানুষদের পাশে পন্থ, তৈরি করলেন নিজের সংস্থা, দেবেন বিজ্ঞাপন থেকে আয়ের অংশও

নতুন সংস্থা কোন কোন ক্ষেত্রে কাজ করবে, তা এখনও চূড়ান্ত করেননি ঋষভ পন্থ। কয়েক মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন। বেশ কিছু দিন ধরে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা ভাবছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৯
Share:
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে চান ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু আগেই প্রয়োজনীয় উদ্যোগও নিলেন তিনি। তৈরি করেছেন একটি ফাউন্ডেশন। বিজ্ঞাপন থেকে আয়ের ১০ শতাংশ দুঃস্থ মানুষদের সাহায্যে দান করা কথাও জানিয়েছেন পন্থ।

Advertisement

ক্রিকেটার হিসাবে এখন যে জায়গায় পৌঁছেছেন, তার পিছনে রয়েছে বহু মানুষের অবদান এবং সমর্থন রয়েছে বলে মনে করেন পন্থ। সমাজের নানা স্তরের মানুষের কাছে তিনি তাই কৃতজ্ঞ। তাই সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের পাশে দাঁড়াতে চান ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। অনেক দিন ধরেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা ভাবছিলেন তিনি। শেষ পর্যন্ত নিজের লক্ষ্য বাস্তবায়িত করতে গড়ে ফেললেন একটি সংস্থা। যাত্রা শুরু হল ঋষভ পন্থ ফাউন্ডেশনের।

সমাজমাধ্যমে নিজের উদ্যোগের কথা জানিয়ে পন্থ বলেছেন, ‘‘আমি এখন যা, তা সম্পূর্ণ ক্রিকেটের জন্য। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। দুর্ঘটনার পর ফিরে আসা এবং আবার মাঠে ফিরতে পেরে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা ছাড়া সম্ভব ছিল না। জীবন আমাকে শিখিয়েছে, কখনও হাল ছাড়তে নেই। আমিও কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ক্রিকেট খেলে যেমন আনন্দ দিই, তেমনই অন্য ভাবেও পাশে থাকতে চাই।’’

Advertisement

নতুন এই সংস্থা কোন কোন ক্ষেত্রে কাজ করবে, তা এখনও চূড়ান্ত করেননি পন্থ। কিছু দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন। তবে তিনি জানিয়েছেন, বিজ্ঞাপন থেকে যে টাকা আয় করবেন তার ১০ শতাংশ নতুন সংস্থায় দুঃস্থ মানুষদের সাহায্যে দান করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement