India vs England

রোহিতদের ঘিরে তুঙ্গে উৎসাহ, বারবাটির টিকিট কাউন্টারের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা, আহত একাধিক

টিকিট কাউন্টার খোলার অনেক আগে থেকে কয়েক হাজার ক্রিকেটপ্রেমী লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকে রাতেই চলে এসেছিলেন। কাউন্টার খুলতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২
Share:
picture of cricket

বারবাটি স্টেডিয়ামের সামনে বিশৃঙ্খলা। ছবি: এক্স (টুইটার)।

বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত কটকের বারবাটি স্টেডিয়ামের সামনে। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় এক দিনের ম্যাচের টিকিট বিক্রিকে কেন্দ্র করে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বুধবার। উৎসাহী ক্রিকেটপ্রেমীদের ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় পুলিশ কর্মীদের।

Advertisement

বুধবার স্টেডিয়ামের টিকিট কাউন্টার খোলার অনেক আগে থেকে কয়েক হাজার ক্রিকেটপ্রেমী লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকে রাতেই চলে এসেছিলেন। নির্দিষ্ট সময় কাউন্টার খুলতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। টিকিট কিনতে আসা মানুষদের একাংশ লাইন ভেঙে কাউন্টারের সামনে যাওয়ার চেষ্টা করেন। শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি এক রকম পুলিশ কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কাউন্টার খোলার কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কির ফলে বেশ কয়েক জন রাস্তায় পড়ে যান। তাঁদের অনেকে আহত হয়েছেন। ভিড়ের চাপে কয়েক জন অচেতনও হয়ে পড়েন। পরিস্থিতি আঁচ করে ক্রিকেটপ্রেমীদের একাংশই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাঁদের অভিযোগ, কাউন্টার থেকে টিকিট বিক্রির কথা আগে জানানো হলেও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। ভিড় সামলানোর মতো যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মীও ছিল না। ওড়িশার ক্রিকেট কর্তা এবং প্রশাসনিক কর্তাদের পরিকল্পনার অভাবকে দুষেছেন তাঁরা।

Advertisement

পাঁচ বছর পর বারবাটি স্টেডিয়ামে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। স্বাভাবিক ভাবেই তাঁদের খেলা দেখার জন্য প্রবল উৎসব হয়েছে কটক এবং পার্শবর্তী এলাকার ক্রিকেটপ্রেমীদের মধ্যে। টিকিটের প্রবল চাহিদার কথা জানতেন ওড়িশার ক্রিকেট কর্তারাও। বিষয়টি অজানা ছিল না স্থানীয় প্রশাসনেরও। মঙ্গলবার রাত থেকে স্টেডিয়ামের সামনে ভিড় জমতে শুরু করার পরও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement