Ravindra Jadeja

স্ত্রী-র কাছে দাবি, প্রত্যাশা বাড়ল জাডেজার, মনে করিয়ে দিলেন কর্তব্যের কথাও

এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে জাডেজা। বাংলাদেশ সফরের দলে তাঁকে রাখা হলেও যেতে পারেননি। এর মধ্যেই তাঁর স্ত্রী রিবাবা প্রথম বার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েই জয় পেয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ১২:২৭
Share:

স্ত্রী রিবাবার নির্বাচনী সাফল্যে খুশি ক্রিকেটার জাডেজা। ছবি: টুইটার।

গুজরাতের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন রিবাবা জাডেজা। স্ত্রীর রাজনৈতিক সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। সমাজমাধ্যমে স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। জামনগরের বাসিন্দা হিসাবে নবনির্বাচিত বিধায়ককে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন জাডেজা।

Advertisement

জামনগর উত্তর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন রিবাবা। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে জাডেজা লিখেছেন, ‘‘হ্যালো বিধায়ক, এটা সত্যিই আপনার প্রাপ্য ছিল। জামনগরের মানুষের জয় হয়েছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। মা আশাপুরার কাছে অনুরোধ জামনগরের কাজগুলো যেন ভাল হয়। জয় মা।’’ বিধায়ক স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য। অর্থাৎ, অভিনন্দন জানানোর পাশাপাশি সদ্য বিধায়ক হওয়া স্ত্রীকে মানুষকে পরিষেবা দেওয়া এবং জামনগরের উন্নয়নের কথা মনে করিয়ে দিয়েছেন অলরাউন্ডার। স্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। উল্লেখ্য, চোটের জন্য এশিয়া কাপ থেকে মাঠের বাইরে জাডেজা। তাঁকে প্রথমে দলে রাখা হলেও বাংলাদেশ সফরে যেতে পারেননি। ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।

রিবাবা জন্ম পরিচয়ে রাজকন্যা। বৈবাহিক পরিচয়ে তিনি খ্যাতনামী ক্রিকেটের স্ত্রী। নিজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী। প্রথমে বাবার ব্যবসা। এখন ক্রিকেটার স্বামীর রেস্তরাঁর ব্যবসাও সামলান। তা ছাড়া রিবাবার ব্যবহারও ঠিক পাশের বাড়ির মেয়ের মতো। ফলে নির্বাচনী ময়দানে সহজে ভোটারদের মন জয় করেছেন। স্বামীর মতো তিনিও এক অর্থে অলরাউন্ডারই। বৃহস্পতিবার জামনগর উত্তরে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন রিবাবা। আম আদমি পার্টির প্রার্থীকে ৫০ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রিবাবা।

Advertisement

রিবাবা রাজপুত নারী। তবে সেই পরিচয়ে নিজেকে বেঁধে রাখেননি রিবাবা। সক্রিয় রাজনীতিতে নেমেছেন। বছর কয়েক আগে সঞ্জয় লীলা ভন্সালির ছবি ‘পদ্মাবতী’ নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রথম প্রচারের আলোয় আসেন। প্রতিবাদী করণি সেনা ত্রাস তাঁকে নিজেদের নেত্রী বেছে নিয়েছিল। রিবাবাও পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন রাজপুত রমণী পদ্মাবতীর অসম্মানের বিরুদ্ধে। প্রতিবাদী সেই রাজপুত নারীর ভাবমূর্তিও ভোটে রিবাবাকে বাড়তি সুবিধা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement