চেতেশ্বর পুজারা। ফাইল ছবি।
দীর্ঘ দিন ধরে রানের মধ্যে নেই চেতেশ্বর পুজারা। বাদ পড়েছেন টেস্ট দল থেকে। রানের খোঁজে পুজারা ইংল্যান্ড গিয়েছেন। কিন্তু সেখানেও রানের দেখা পেলেন না তিনি।
কাউন্টি মরসুমটা ভাল শুরু হল না পুজারার। সাসেক্সের হয়ে প্রথম ম্যাচে ১৫ বল খেলে করলেন মাত্র ছয় রান। ডার্বিশায়ার প্রথম ইনিংসে ৫০৫ রান করে। পাল্টা জবাব দিতে সাসেক্সের অন্যতম ভরসা ছিলেন ভারতীয় ব্যাটার। কিন্তু তিনি হতাশ করলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ফের ব্যাট করার সুযোগ পাবেন তিনি।
ইংল্যান্ড যাওয়ার আগে রঞ্জি ট্রফিতেও রান পাননি এই অভিজ্ঞ ব্যাটার। দল পাননি আইপিএলেও। তার পরেই পুজারা কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। দক্ষিণ সফরে ব্যর্থ হওয়ায় ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা পাননি তিনি এবং অজিঙ্ক রহাণে। একমাত্র রান করলেই ভারতীয় দলের দরজা তাঁর সামনে ফের খুলতে পারে। কিন্তু, খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না পুজারার।
গত বছর ভারতীয় দল ইংল্যান্ড সফরে গেলেও কাউন্টি ক্রিকেট খেলেননি। একাধিক কাউন্টির প্রস্তাব ফিরিয়ে দেন। যদি গত বছর চেন্নাই সুপার কিংস তাঁকে দলে নিয়েছিল।