আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন রোহিত শর্মারা। —ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে অর্ধশতরান করেছিলেন। কিন্তু শতরান আসেনি। দেশের বাইরে কাউন্টি খেলতে গিয়ে আবার শতরান করলেন চেতেশ্বর পুজারা। আর শতরানের পরে পুজারা ফাঁস করলেন সাফল্যের রহস্য। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ৭০০০ কিলোমিটার দূর থেকে বড় বার্তা দিলেন তিনি।
সাসেক্সের হয়ে নিজের ষষ্ঠ ও এই মরসুমের প্রথম শতরানের পরে পুজারা বলেছেন, ‘‘কঠিন পরিশ্রমের সুফল পাচ্ছি। ব্যাটার হিসাবে শুরুটা ভাল হলে আত্মবিশ্বাস আসে। আশা করছি গোটা মরসুম জুড়ে এ ভাবেই রান করে যাব।’’
৭ জুন থেকে ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে পুজারার রানে থাকা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে রোহিত শর্মাদের। এখন থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে লক্ষ্য পুজারার। আগের বারের হারের জ্বালা এখনও জুড়োয়নি। এ বার তাই জিততে মরিয়া তিনি।
পুজারা বলেছেন, ‘‘সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগের বার হারতে হয়েছিল। এ বার জিততেই হবে। তার আগে কাউন্টি খেলায় আমার সুবিধা হবে। দেশের হয়েও শতরান করতে চাই। কাউন্টি খেলার সব অভিজ্ঞতা কাজে লাগাব। আশা করি এ বার সফল হব।’’
ইংল্যান্ডের মাটিতে বড় রান করার ফর্মুলা দলকে দিয়েছেন পুজারা। বলেছেন, ‘‘কাউন্টি খেলতে গিয়ে বুঝেছি, ইংল্যান্ডের মাটিতে ধৈর্য ধরতে হবে। জুটি বাঁধতে হবে। তবেই ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারব। এই ধরনের পরিবেশে তাড়াহুড়ো করলে হবে না। এগুলো মাথায় রেখে খেলতে হবে আমাদের।’’