Cooch Behar Trophy

Bengal U19: সাত উইকেট নিয়ে চমক তৌফিকের

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ৯০ রান করে গেলেন অধিনায়ক অভিষেক পোড়েল। ১১১ বল খেলে এই ইনিংস সাজালেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ০৪:৪৩
Share:

ফাইল চিত্র।

অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ২৪৩ রানে এগিয়ে বাংলা।

Advertisement

প্রথম ইনিংসে বাংলা করে ৩১৬ রান। ২৯৪ রানে শেষ অন্ধ্রপ্রদেশের ইনিংস। ১০৮ রান দিয়ে সাত উইকেট নেন অলরাউন্ডার তৌফিক উদ্দিন। দুই উইকেট মিলিন্দ মণ্ডলের। এক উইকেট নেন দেবপ্রতিম হালদার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ৯০ রান করে গেলেন অধিনায়ক অভিষেক পোড়েল। ১১১ বল খেলে এই ইনিংস সাজালেন তিনি। আটটি চার ও দু’টি ছয়ের সৌজন্যে। রাহুল চৌধুরী করেন ৩১ রান। চতুর্থ দিন অন্ধ্রপ্রদেশকে ব্যাট করতে পাঠিয়ে অলআউট করলে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের পর্বে চলে যাবে বাংলা।

Advertisement

শেষ ম্যাচে হায়দরাবাদকে হারিয়েই নকআউটে ওঠা নিশ্চিত করেছিলেন অভিষেকরা। কিন্তু তাঁরা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন কি না, বিচার হবে এই ম্যাচ শেষে। গ্রুপের শীর্ষে থাকা দলই সরাসরি শেষ আটে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় স্থানে থাকা দলকে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে হবে। কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্য ম্যাচ ড্র হলেও তিন পয়েন্ট পাবে বাংলা। সে ক্ষেত্রেও সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement