bengal cricket

Bengal Cricket: রঞ্জির প্রথম ম্যাচের দল ঘোষণা বাংলার, নেতা ঈশ্বরণ, দলে মনোজও

করোনা সংক্রমণ বাড়তে থাকলেও বাতিল করা হচ্ছে না এ মরসুমের রঞ্জি ট্রফি। সংবাদ সংস্থাকে এ খবর জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ২২:১০
Share:

বাংলার নেতা অভিমন্যু। ফাইল ছবি

করোনা সংক্রমণ বাড়তে থাকলেও বাতিল করা হচ্ছে না এ মরসুমের রঞ্জি ট্রফি। সংবাদ সংস্থাকে এ খবর জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরেই ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দল ঘোষণা করে দিল বাংলা। অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। প্রত্যাশিত ভাবেই দলে রয়েছেন মনোজ তিওয়ারিও।

Advertisement

গত মরসুমে করোনার কারণে রঞ্জি আয়োজন করা যায়নি। এ বারও সংক্রমণ বাড়তে থাকায় এই প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। আশঙ্কা আরও বাড়ে বাংলার সাতজনের করোনা ধরা পড়ায়। বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে আসার আগে মুম্বই দলের শিবম দুবেরও করোনা ধরা পড়েছে। তবে সংবাদ সংস্থা এএনআই-কে সৌরভ বলেছেন, “পরিকল্পনা অনুযায়ীই এ মরসুমে রঞ্জি ট্রফি আয়োজন করা হবে।” উল্লেখ্য, ২০২০ মরসুমে রঞ্জির ফাইনালে উঠেছিল বাংলা।

বাংলা দলে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা অনেকেই রয়েছেন প্রথম ম্যাচের দলে। তবে এই দলে নেই শ্রীবৎস গোস্বামী। দ্বিতীয় ম্যাচে হয়তো তাঁকে দলে ফেরানো হতে পারে। কোচ অরুণ লাল আগেই জানিয়েছিলেন, ৮ তারিখেই হয়তো বেঙ্গালুরু উড়ে যেতে হবে তাঁদের। তিনি বলেন, “৮ তারিখ তো যেতেই হবে। আশা করি তার মধ্যে সকলে সুস্থ হয়ে যাবে। যদি না হয় তা হলে বিকল্পের কথা ভাবতে হবে।”

Advertisement

রবিবার রাতেই জানা যায় বাংলা দলের সাত জন করোনা আক্রান্ত। এঁদের মধ্যে সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, গীত পুরি, কাজি জুনেইদ সইফিরা যেমন রয়েছেন, তেমনই করোনা আক্রান্ত সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীও। তবে কারওর শরীরে কোনও উপসর্গ নেই।

সোমবার আনন্দবাজার অনলাইনকে অনুষ্টুপ বলেন, “জ্বর, সর্দি, কাশি কিছুই নেই। আমরা শুধু করোনা পজিটিভ।” একই কথা শোনা গিয়েছিল সৌরাশিসের মুখেও। তিনি বলেন, “সবাই আগের দিন অনুশীলন ম্যাচও খেলল। কেউ কিছুই বুঝতে পারিনি। করোনা পরীক্ষা করা হলে জানা যায় আমরা পজিটিভ।”

গত মাস থেকেই অবশ্য রঞ্জির প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা। সেই প্রস্তুতিতে নিয়মিত হাজির থেকেছেন মনোজও। মুম্বইয়ের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৬ এবং ৭ জানুয়ারি দু’দিনের ম্যাচ হবে। সোমবার শহরে চলে এসেছে মুম্বই। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে জৈবদুর্গের মধ্যেই তারা অনুশীলন করবে।

পুরো দল: অভিমন্যু (অধিনায়ক), মনোজ, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, অভিষেক রমন, সুদীপ ঘরামি, অভিষেক দাস, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরি, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, সায়ন শেখর মন্ডল, আকাশ দীপ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, কাজি জুনেইদ সইফি, সাকির হাবিব গাঁধী, প্রদীপ্ত প্রামাণিক, গীত পুরি, নীলকণ্ঠ দাস এবং করণ লাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement