জয় শাহ। —ফাইল চিত্র।
বদলে যেতে পারে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন। সেই কথা নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। শুধু ভারত-পাকিস্তান নয়, আরও কিছু ম্যাচের দিন পরিবর্তন হবে বলেও জানিয়েছেন তিনি।
ভারত-পাকিস্তান ম্যাচের দিন পাল্টালেও ওই ম্যাচ আমদাবাদেই হবে বলে জানিয়েছেন শাহ। ১৫ অক্টোবর নবরাত্রি উৎসব রয়েছে। সেই কারণেই ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই অন্য কোনও দিন ওই ম্যাচ হতে পারে।
ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও আরও কয়েকটি ম্যাচের দিন বদলাতে পারে। কারণ, শাহ জানিয়েছেন, তিনটি দেশের ক্রিকেট বোর্ডের সূচি নিয়ে আপত্তি আছে। সে কথা তারা জানিয়েছে। সেই তিনটি দেশের ম্যাচের দিন বদলাতে পারে। তবে কোন তিনটি দেশ সূচি বদলের আবেদন জানিয়েছে, তা জানাননি বোর্ড সচিব।
বিশ্বকাপের ম্যাচের দিন বদল মুশকিলে ফেলতে পারে সমর্থকদের। ইতিমধ্যেই বিভিন্ন ম্যাচ দেখতে যাওয়ার জন্য হোটেল বুকিং করে ফেলেছেন দর্শকেরা। যাতায়াতের টিকিটও কেটে ফেলেছেন অনেকে। তাঁদের সমস্যা হতে পারে।
৫ অক্টোবর থেকে শুরু হবে এ বারের বিশ্বকাপ। ২০১১ সালের পর আবার ভারতের মাটিতে হবে এক দিনের বিশ্বকাপ। কিছু দিন আগে সেই সূচি ঘোষণা হয়েছে।