আইপিএলের আগে চোট পেয়েছেন শ্রেয়স আয়ার। অস্ত্রোপচার হবে ভারতীয় ক্রিকেটারের। —ফাইল চিত্র
বিশ্রাম বিতর্কে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভিতরেই কোন্দল। এক দিকে বিসিসিআই নির্দেশ দিয়েছে, আইপিএল চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের উপর যাতে বেশি চাপ না পড়ে সে দিকে নজর রাখতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। অন্য দিকে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমলের মতে, আইপিএল খেললেই সবাই চোট পায়, এটা ঠিক নয়।
নিজের মত প্রতিষ্ঠা করতে গিয়ে বিরাট কোহলির উদাহরণ টেনেছেন অরুণ। তিনি বলেছেন, ‘‘আমাদের দেশের এটাই সমস্যা। সব ভাল জিনিসের সমালোচনা করা। কোহলি তো ১৫ বছর ধরে আইপিএল খেলছে। এক বারও চোট পায়নি। রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামিরাও পায়নি। আইপিএলের সঙ্গে চোটের কোনও সম্পর্ক নেই।’’
চোটের কারণে শ্রেয়স আয়ার, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না। অরুণের মতে, তাঁরা কেউ আইপিএল খেলতে গিয়ে চোট পাননি। তা হলে কেন শুধু আইপিএলকে দায়ী করা হচ্ছে? অরুণ বলেছেন, ‘‘জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে অনেকে চোট পায়। অনেকে আবার বিশ্রামে থাকার সময়ও চোট পায়। অনুশীলনেও চোট লাগে। সেগুলো আমাদের মাথায় রাখতে হবে।’’
অরুণের মতে, খেলায় চোট খুবই সাধারণ ঘটনা। সেটা যে কোনও খেলাতেই লাগে। তিনি বলেছেন, ‘‘ফুটবল বা ব্যাডমিন্টনেও তো চোট লাগে। কিন্তু ক্রিকেটাররা চোট পেলেই তখন আমরা আইপিএলের দোষ দিই। এটা দেখি না যে আইপিএল খেলে কত ঘরোয়া ক্রিকেটার দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছে। আইপিএলের ভাল দিকটাও আমাদের দেখা উচিত।’’