Pink Ball Cricket

দিন-রাতের টেস্টের ভবিষ্যৎ কি অনিশ্চিত? গোলাপি বলে খেলা নিয়ে বোর্ডের মত জানালেন জয় শাহ

পরের বছর ভারত একটিও দিন-রাতের টেস্ট খেলবে না। গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় বোর্ডের। এ নিয়ে বোর্ডের মত জানিয়ে দিয়েছেন জয় শাহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১১:৪৪
Share:

গোলাপি বল। — ফাইল চিত্র।

পরের বছর ভারত একটিও দিন-রাতের টেস্ট খেলবে না। পুরুষ বা মহিলা কোনও দলেরই দিন-রাতের টেস্ট রাখা হয়নি। জানা গিয়েছে, গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় বোর্ডের। তারা এই ধরনের টেস্ট আয়োজন করতে বা খেলতে খুব একটা উদ্যোগী নয়। মূলত দ্রুত এই টেস্টের ফয়সালা হয়ে যাওয়ার কারণেই আপাতত দিন-রাতের টেস্ট না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

মেয়েদের আইপিএলের নিলামে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এ ব্যাপারে বিসিসিআইয়ের অভিমত স্পষ্ট করে দিয়েছেন সচিব জয় শাহ। তিনি বলেছেন, “মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। আপনাদের মনে থাকবে, বেশির ভাগ ম্যাচই দু’-তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকে চায় টেস্ট ম্যাচ গড়াক চার-পাঁচ দিন। যদি সেই ব্যাপারটা নিশ্চিত হয়, তা হলে আমরা আরও বেশি গোলাপি বলের টেস্ট আয়োজন করতে পারি।”

জয় শাহের সংযোজন, “শেষ বার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। তার পর থেকে কেউই আগ্রহ দেখায়নি। আমরা ইংল্যান্ডের সঙ্গে দিন-রাতের টেস্ট নিয়ে কথা বলেছিলাম। তবে রাতারাতি হবে না। ধীরে ধীরে এগোতে হবে।”

Advertisement

এখনও পর্যন্ত ভারতীয় দল চারটি গোলাপি বলের টেস্ট খেলেছে। জিতেছে তিনটি, হেরেছে একটি। শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্ট খেলেছিল তারা। সেই ম্যাচও শেষ হয়েছিল তিন দিনে। মহিলা দল গোলাপি বলের এক মাত্র টেস্টটি খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২১ সালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement