প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বাঁ দিকে) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। — ফাইল চিত্র।
সর্বক্ষণ ব্যস্ত থাকেন রাজনীতিতে। কিন্তু শরীরচর্চা করার অধিকার সাংসদদেরও রয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ-সহ সব সাংসদদের জন্য দিল্লিতে রয়েছে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই)। কিন্তু সেই ক্লাবে শরীরচর্চা করার জন্যে যথাযথ সরঞ্জাম ছিল না। সেই সরঞ্জাম কেনার টাকা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি বোর্ডের আর্থিক হিসাবের খতিয়ানে সেই তথ্য প্রকাশ্যে এসেছে।
গত বছরের ২১ ডিসেম্বর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার বিবরণ তুলে ধরা হয়েছে বোর্ডের তরফে। সেই বৈঠকে ছিলেন কংগ্রেস সাংসদ তথা বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। ঘটনাচক্রে যিনি সিসিআইয়ের ক্রীড়াসচিবও। সেই বৈঠকের আর্থিক খতিয়ানেই দেখা যাচ্ছে, সিসিআইয়ের জিমের সরঞ্জাম কেনার জন্যে বিসিসিআই ২.২৫ কোটি টাকা দিয়েছে।
বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, এর আগেও সিসিআইয়ের পরিকাঠামো উন্নয়নে টাকা দিয়েছিল বোর্ড। তিনি বলেছেন, “আগেও সিসিআইয়ের তরফে আর্থিক সাহায্যের অনুরোধ করা হয়েছিল। তখনও টাকা দিয়েছিল বোর্ড। সেই সময় পরিকাঠামোর উন্নতিতে টাকা ব্যয় করা হয়।” বোর্ডের সেই বৈঠকে সচিব জয় শাহই বাকি সদস্যদের কাছে সিসিআইয়ের অনুরোধের বিষয়টি তুলে ধরেন।
বৈঠকের খতিয়ান অনুযায়ী, সিসিআইয়ের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল এবং সরঞ্জামের যা দাম, তার ভিত্তিতে জিমের সরঞ্জাম কেনার জন্যে সিসিআইকে ২.২৫ কোটি টাকা দেওয়া হয়।