Shakib Al Hasan

ইংল্যান্ডের পর আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ বোলার শাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে ‌‌‌অনিশ্চয়তা

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এখন থেকে আর বল করতে পারবেন না। শুধু ব্যাটার হিসাবে খেলতে হবে শাকিবকে। এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে নিষিদ্ধ করেছিল। সেই পথেই আইসিসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) নিষিদ্ধ করল বোলার শাকিব আল হাসানকে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এখন থেকে আর বল করতে পারবেন না। শুধু ব্যাটার হিসাবে খেলতে হবে শাকিবকে। এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে নিষিদ্ধ করেছিল। সেই পথেই আইসিসি। ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবের খেলা কঠিন হয়ে গেল।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইসিসি শাকিবের বোলিং নিষিদ্ধ করেছে। ফলে আন্তর্জাতিকের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও আর বল করতে পারবেন না তিনি। তবে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শাকিব। যদি তিনি পরীক্ষায় পাশ করতে পারেন, তা হলে আবার বল করতে দেখা যাবে তাঁকে। কিছু দিন আগে ইসিবি নিষিদ্ধ করেছিল বোলার শাকিবকে। সেই সময় ইসিবি আয়োজিত প্রতিযোগিতায় বল করতে পারবেন না বলে জানা গিয়েছিল। এ বার তাঁর শাস্তি আরও বাড়ল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “আইসিসির তরফে জানানো হয়েছে যে, শাকিব আল হাসানকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত সমস্ত প্রতিযোগিতায় বল করতে নিষেধ করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটেও বল করতে পারবেন না তিনি।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবকে খেলালে ব্যাটার হিসাবে খেলাতে পারে বাংলাদেশ। তবে এর মধ্যে যদি তিনি পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন, তা হলে অলরাউন্ডার হিসাবেই খেলতে পারবেন।

Advertisement

নিয়ম অনুযায়ী বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙবে না। কিন্তু শাকিবের কনুই তার চেয়ে বেশি ভাঙছে। সেই কারণেই নিষিদ্ধ করা হল তাঁকে। কাউন্টিতে একটি ম্যাচই খেলেছিলেন শাকিব। সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে একটি ইনিংসে ১২ এবং অন্য ইনিংসে শূন্য করেছিলেন শাকিব।

শাকিবকে নিষিদ্ধ করে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে এক কর্তা বলেছিলেন, “ইসিবি একটা পরীক্ষা চালায়। তাতে শাকিবের বোলিং অ্যাকশন ঠিক নয় বলে দেখা গিয়েছে। তাই ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না শাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি খেলায় বাংলাদেশি ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা করা হয়। গত সেপ্টেম্বরে ছিল ম্যাচটি।”

বল করতে না পারলেও ব্যাটার হিসাবে খেলতে কোনও বাধা নেই শাকিবের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ডাক পাননি বাংলাদেশের এক দিনের দলে। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন শাকিব। সেখানে শুধু ব্যাটার হিসাবে তাঁকে নেওয়া যেতে পারে। আইপিএলের নিলামে অবিক্রিত শাকিব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement