Bangladesh Cricket

Bangladesh vs Pakistan: একাই ৭ উইকেট নিয়ে পাকিস্তানকে শেষ করলেন তাইজুল

তাইজুল ৪৪.৪ ওভার বল করে ১১৬ রান দিয়ে ৭ উইকেট নেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ইনিংসে উইকেটের বিচারে এটি দ্বিতীয় সেরা পারফরম্যান্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৫:৩৭
Share:

তাইজুলকে সামলাতে হিমসিম খেল পাকিস্তান। ছবি: টুইটার থেকে

দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ‘লিড’ দিলেন তাইজুল ইসলাম। পাকিস্তানের বিরুদ্ধে এই বাঁহাতি স্পিনার একাই ৭ উইকেট নিলেন। বাংলাদেশের ৩৩০ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে।

তাইজুল ৪৪.৪ ওভার বল করে ১১৬ রান দিয়ে ৭ উইকেট নেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইনিংসে উইকেটের বিচারে এটি দ্বিতীয় সেরা পারফরম্যান্স। রেকর্ড তাইজুলেরই। ২০১৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ঢাকায় ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

Advertisement

বাংলাদেশের হয়ে এর আগে ইনিংসে ৭ উইকেট নিয়েছেন শাকিব আল হাসান (৭/৩৬, বিপক্ষ নিউজিল্যান্ড, ২০০৮), মেহদি হাসান মিরাজ (৭/৫৮, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮), এনামুল হক জুনিয়র (৭/৯৫, বিপক্ষ পাকিস্তান, ২০০৫)।

গ্রাফিক: সনৎ সিংহ

তাইজুলের শিকার আবিদ আলি, আবদুল্লা শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলি এবং নাউমান আলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement