Bangladesh Cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সমস্যায় বাংলাদেশ, চোট পেলেন সিরিজ় সেরা পেসার

জ়িম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ়ের পঞ্চম ম্যাচের আগে চোট তাসকিন আহমেদের। সিরিজ়ের শেষ ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৮:১২
Share:

তাসকিন আহমেদ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ সমস্যায় বাংলাদেশ। জ়িম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ়ের পঞ্চম ম্যাচের আগে চোট তাসকিন আহমেদের। সিরিজ়ের শেষ ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন তিনি।

Advertisement

বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, তাসকিনের পেশিতে চোট লেগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ওই সংবাদমাধ্যমকে বলেন, “জ়িম্বাবোয়ে ম্যাচের আগে তাসকিনের পেশিতে চোট লেগেছে।” তবে চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

গত বছর এক দিনের বিশ্বকাপ থেকেই কাঁধের চোট ভোগাচ্ছিল তাসকিনকে। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছিলেন তিনি। বিশ্বকাপ শেষে প্রায় আড়াই মাস বিশ্রাম নিয়েছিলেন, রিহ্যাব করেছিলেন। সেই কারণেই ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড সিরিজ় এবং নিউ জ়িল্যান্ড সফরে খেলতে যাননি তিনি।

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে ফেরেন তাসকিন। তার পর থেকে নিয়মিত খেলছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ়ের পর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচও খেলেছেন। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম চারটি ম্যাচ খেলেছেন। ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নেওয়া তাসকিনই সিরিজ়ের সর্বোচ্চ উইকেটশিকারি। সিরিজ় সেরাও হয়েছেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর চোট চিন্তায় রাখবে বাংলাদেশকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement