ICC ODI World Cup 2023

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হার শাকিব-হীন বাংলাদেশের, নিউ জ়িল্যান্ড হারাল প্রোটিয়াদের

সোমবার দেশের দুই প্রান্তে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচের দু’টিতেই বাধ সাধল বৃষ্টি। দু’টি খেলার ফলাফলই পাওয়া গেল ডাকওয়ার্থ-লুইস নিয়মে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ২৩:০১
Share:

হতাশ বাংলাদেশের ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।

একটি ম্যাচ ছিল গুয়াহাটিতে। একটি ম্যাচ তিরুঅনন্তপুরমে। দেশের দুই প্রান্তে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচের দু’টিতেই বাধ সাধল বৃষ্টি। দু’টি খেলার ফলাফলই হল ডাকওয়ার্থ-লুইস নিয়মে। গুয়াহাটিতে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ। তিরুঅনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা হেরে গেল নিউ জ়িল্যান্ডের কাছে।

Advertisement

গুয়াহাটিতে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার তানজিদ হাসান বাদে কেউই ইংরেজ বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। লিটন দাস (৫) এবং নাজমুল হোসেন শান্তকে (২) হারিয়ে চাপে পড়ে তারা। তৃতীয় উইকেটে ধস সামাল দেন তানজিদ এবং মেহেদি হাসান। দু’জনে ৫২ রান তোলেন। তানজিদ (৪৫) ফিরে যাওয়ার পর মুশফিকুর রহিমকেও (৮) দ্রুত হারায় বাংলাদেশ। বেশি রান পাননি মুশফিকুর রহিমও (১৮)।

৩০ ওভারে বাংলাদেশের স্কোর ১৫৩-৫ থাকাকালীন বৃষ্টি নামে। ম্যাচ কমে ৩৭ ওভারের হয়। শেষ পর্যন্ত মেহেদির ৭৪ রানের সৌজন্যে ১৮৮-৯ তোলে বাংলাদেশ। জবাবে ইংল্যান্ডের শুরুটাও ভাল হয়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে তাদের লক্ষ্য ছিল ১৯৭। দাউইদ মালান ৪ রানে ফেরেন। জনি বেয়ারস্টো (৩৪), হ্যারি ব্রুক (১৭), জস বাটলার (৩০) বড় রান পাননি। তবে পরের দিকে ৩৯ বলে মইন আলির ৫৬ রানের ইনিংস ইংল্যান্ডকে জিতিয়ে দেয়।

Advertisement

তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করতে নামে নিউ জ়‌িল্যান্ড। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন ডেভন কনওয়ে। উইল ইয়ং ১২ রানে ফিরলেও কনওয়েকে সঙ্গে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩৭)। এর পর টম লাথাম অর্ধশতরান করেন। কনওয়ে নিজেও ৭৮ রানের ইনিংস খেলেন। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ তোলে নিউ জ়‌িল্যান্ড। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন এবং লুনগি এনগিডি তিনটি করে উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামার আগে বৃষ্টি নামে। স্বাভাবিক ভাবেই ওভার নষ্ট হতে থাকে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে তাদের সামনে ৩৭ ওভারে জয়ের জন্যে ২১৯ রানের লক্ষ্য দেওয়া হয়। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন কুইন্টন ডি’কক। প্রথম বলে রিজা হেনড্রিকসকে ফেরান ট্রেন্ট বোল্ট। কিন্তু পরের দিকে দক্ষিণ আফ্রিকার যিনিই ব্যাট করতে এসেছেন, তিনিই চালিয়ে খেলেছেন। তবুও জিততে পারেনি প্রোটিয়ারা। ৩৭ ওভারে ২১১-৪ রানে শেষ হয় তাদের ইনিংস। হার সাত রানে। সর্বোচ্চ ডি’ককের ৮৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement