শাকিব আল হাসান। —ফাইল চিত্র
বিশ্বকাপে আট নম্বরে শেষ করলেও কোনও রকমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেল বাংলাদেশ। তা-ও ভারতের হাত ধরে। বিশ্বকাপের রাউন্ড রবিন পর্যায়ের শেষ ম্যাচে ভারতের কাছে নেদারল্যান্ডস হারায় শাকিব আল হাসানেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপের পয়েন্ট তালিকায় থাকা প্রথম আটটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। পাকিস্তান আয়োজক দেশ হওয়ায় তারা যদি প্রথম আটের বাইরে থাকত তার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলত। কিন্তু পঞ্চম স্থানে শেষ করেছেন বাবর আজ়মেরা। ফলে শেষ দুই দল বাদে বাকি সবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ সুযোগ পাবে কি না তা নির্ভর করছিল শেষ ম্যাচের উপর। ভারতকে যদি কোনও ভাবে নেদারল্যান্ডস হারাত তা হলে ৬ পয়েন্ট হয়ে যেত তাদের। সে ক্ষেত্রে ছিটকে যেত বাংলাদেশ। কিন্তু ভারত জেতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে উপরে শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ, ভারতের হাত ধরে কোনও রকমে মুখরক্ষা হয়েছে শাকিবদের।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিশ্বকাপের পয়েন্ট তালিকায় আট থেকে দশ নম্বর পর্যন্ত তিনটি দলেরই পয়েন্ট ৪। বাংলাদেশের নেট রানরেট -১.০৮৭। শ্রীলঙ্কার নেট রানরেট -১.৪১৯। শেষ থাকা নেদারল্যান্ডসের নেট রানরেট -১.৮২৫। এই নেট রানরেটের অঙ্কেই ২০২৫ সালের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।