IPL 2024 Auction

আইপিএল নিলামে কেন নাম দেননি শাকিব? নিলামের সাত দিন আগে কারণ জানালেন বাংলাদেশের ক্রিকেটার

গত বছর নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনলেও খেলেননি শাকিব আল হাসান। এ বার আর নিলামে নামই দেননি তিনি। কেন? নিলামের সাত দিন আগে কারণ জানালেন শাকিব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৪:০০
Share:

কেকেআর জার্সিতে শাকিব আল হাসান। —ফাইল চিত্র

আইপিএলের পুরনো মুখ তিনি। কিন্তু গত বার থেকে আর দেখা যাচ্ছে না শাকিব আল হাসানকে। গত বারের নিলামে শাকিবকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তার পরেও খেলেননি শাকিব। এ বার তিনি আর নিলামে নামই দেননি। কেন? নিলামের সাত দিন আগে তার ব্যাখ্যা দিলেন বাংলাদেশের ক্রিকেটার।

Advertisement

শাকিব জানিয়েছেন, দেশের হয়ে খেলায় মন দিতেই লিগ ক্রিকেট থেকে সরেছেন তিনি। শাকিব বলেন, ‘‘আমি আইপিএলের নিলামে নাম দিইনি। আমার ম্যানেজার পাকিস্তান সুপার লিগে আমার নাম দিয়ে দিয়েছিল। সেখান থেকেও নাম সরিয়ে নিয়েছি। আমি দেশের হয়ে নিজের সেরাটা দিতে চাই। সেই জন্য ঠিক করেছি যে আর লিগ ক্রিকেট খেলব না।’’

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চান শাকিব। তিনি যাতে দীর্ঘ দিন খেলতে পারেন সেই কারণেই লিগ ক্রিকেট আর খেলতে চাইছেন না। শাকিব বলেন, ‘‘আমি তিনটে ফরম্যাটেই খেলছি। আশা করছি এটা চালিয়ে যেতে পারব। কিন্তু ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। আমার ইচ্ছা দেশের হয়ে আরও অনেক দিন ক্রিকেট খেলায়। সেই কারণেই লিগ ক্রিকেট ছেড়েছি।’’

Advertisement

চোটের কারণে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি শাকিব। এর পরে নিউ জ়িল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ় খেলবে তারা। সেই সফরেও যেতে পারবেন না শাকিব। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। শাকিব বলেন, ‘‘ভেবেছিলাম নিউ জ়িল্যান্ড সফরের আগে সুস্থ হয়ে যাব। কিন্তু পারলাম না। চিকিৎসকেরা বলেছেন, আরও দু’সপ্তাহ পরে রিহ্যাব শুরু করতে পারব। আশা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে মাঠে ফিরব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement