টেস্ট থেকে অবসর রুবেলের। ফাইল ছবি
টেস্ট থেকে অবসর নিলেন বাংলাদেশের বিতর্কিত ক্রিকেটার রুবেল হোসেন। সোমবার নেটমাধ্যমে একটি পোস্টে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেলবেন। অংশ নেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও।
সাত বছর আগে ধর্ষণের অভিযোগে রুবেলকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপি তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তিন দিন পুলিশের হেফাজতে থাকার পর ছাড়া পেয়েছিলেন রুবেল। এর পর বাংলাদেশের বিশ্বকাপ দলেও সুযোগ পেয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে রুবেল দারুণ খেলার পরেই তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তুলে নিয়েছিলেন নাজনিন। জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করেছেন, এ রকম ক্রিকেটারের বিরুদ্ধে কোনও অভিযোগ আনতে চান না তিনি।
সেই ঘটনা কখনওই রুবেলের পিছু ছাড়েনি। খারাপ পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েন। ২০০৯-এর ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় রুবেলের। ১৩ বছরে দেশের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন। শেষ বার ২০২০-তে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেন। টেস্টে ৩৬টি উইকেট রয়েছে তাঁর। এক দিনের ক্রিকেটে ১০৪টি ম্যাচ খেলে ১২৯টি উইকেট নিয়েছেন। ২৮টি টি-টোয়েন্টি খেলে ২৮টি উইকেট রয়েছে তাঁর। শেষ বার ২০২১-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
সোমবার নেটমাধ্যমে লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তরুণ ক্রিকেটাররা আরও বেশি করে এগিয়ে এসে বাংলাদেশকে সমৃদ্ধ করুক, এটাই চাই। যাঁরা আমাকে টেস্টে সফল হতে সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ। তবে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে আমার।”