আইপিএলে কেকেআর ছেড়ে দেশে ফিরলেও বাংলাদেশের হয়ে সিরিজ় খেলবেন লিটন দাস। —ফাইল চিত্র
বাবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল ছেড়ে বাংলাদেশে ফিরে গিয়েছিলেন লিটন দাস। সেই অবস্থাতেই ইংল্যান্ডে সিরিজ় খেলতে গেলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে গিয়েছেন লিটন। কিন্তু মুখে হাসি নেই বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারের। মুখ কালো করেই দেশ ছেড়েছেন তিনি।
ঢাকার বিমানবন্দরে লিটনের ছবি সামনে এসেছে। লিটনের মুখ দেখেই বোঝা যাচ্ছে, মনখারাপ তাঁর। চুপচাপ রয়েছেন তিনি। পরিবারের কঠিন সময়ের মধ্যেও দেশের হয়ে খেলাকে আগে রেখেছেন লিটন। তাই আইপিএল না খেললেও দেশের হয়ে খেলতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশের একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, লিটনের বাবা বাচ্চু দাসের শারীরিক অবস্থা মোটেই ভাল নয়। গত কয়েক দিন ধরেই তিনি শয্যাশায়ী। বাবার শারীরিক অসুস্থতার খবর পেয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নেন লিটন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও লিটনের বাবার শঙ্কা কাটেনি। তাঁকে উন্নততর চিকিৎসার জন্যে ভারতে নিয়ে আসা হতে পারে।
লিটনের ক্রিকেটার হওয়ার পিছনে বাবা বাচ্চু দাসের অবদান অনেক। ছোটবেলা থেকেই লিটনের পাশে ছিলেন তিনি। সেই বাবার শরীর খারাপের খবর পেয়ে কলকাতায় বসেই মনখারাপ হয়ে যায় লিটনের। সে কারণেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশে তাঁর বাবার খেয়াল রাখার জন্যে রয়েছেন বড় ভাই বাপ্পি দাস। দেশে ফিরে কয়েক দিন কাটিয়ে এ বার বিদেশে খেলতে গেলেন বাংলাদেশের ক্রিকেটার।