ICC Champions Trophy 2025

সহ-অধিনায়কের নাম ঘোষণা বাংলাদেশের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর সহকারী অভিজ্ঞ অলরাউন্ডার

দেশের হয়ে ১০৩টি এক দিনের ম্যাচ খেলেছেন মেহেদি। স্পিনার-অলরাউন্ডার এর আগে ২০২৪ সালে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় শান্ত দলে ছিলেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬
Share:

নাজমুল হোসেন শান্ত। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ। সেই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসাবে এ বার মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

দেশের হয়ে ১০৩টি এক দিনের ম্যাচ খেলেছেন মেহেদি। স্পিনার-অলরাউন্ডার এর আগে ২০২৪ সালে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় শান্ত দলে ছিলেন না। চারটি এক দিনের ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মেহেদির। দু’টি টেস্টেও দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। গত বছর ব্যাট হাতে এক দিনের ক্রিকেটে চারটি ইনিংসে ৩০৮ রান করেছিলেন মেহেদি। তিনটি ম্যাচে অর্ধশতরান ছিল তাঁর। বল হাতে নিয়েছিলেন আটটি উইকেট।

এক দিনের ক্রিকেটে ১০৩টি ম্যাচে ১৫৯৯ রান করেছেন মেহেদি। দু’টি শতরান এবং ছ’টি অর্ধশতরানও করেছেন। ১১০টি উইকেটও নিয়েছেন। ব্যাটে, বলে দেশের অন্যতম ভরসা মেহেদি। তাঁর উপরেই তাই সহ-অধিনায়কের দায়িত্ব দিল বোর্ড।

Advertisement

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে হবে সেই ম্যাচ। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ খেলবে ওই মাঠেই। ২৭ ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement