Riyan Parag of Rajasthan Royals

অদ্ভুত সিদ্ধান্ত রাজস্থানের! অধিনায়ক সঞ্জু খেললেও প্রথম তিন ম্যাচে নেতৃত্বে অন্য এক জন

চোট সারিয়ে রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিয়েছেন কিছু দিন আগে। শুরু থেকে খেললেও আইপিএলের প্রথম তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন না সঞ্জু স্যামসন। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১২:১১
Share:
cricket

সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।

আইপিএল শুরু হওয়ার আগে অদ্ভুত সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন খেলবেন, কিন্তু তাঁকে নেতৃত্ব দিতে দেখা যাবে না। প্রথম তিন ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ।

Advertisement

চোট সারিয়ে সঞ্জু রাজস্থান শিবিরে যোগ দিয়েছেন কিছু দিন আগে। শুরু থেকে খেললেও আইপিএলের প্রথম তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন না তিনি। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। এই তিনটি ম্যাচে রাজস্থান খেলবে যথাক্রমে হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইয়ের সঙ্গে।

রাজস্থান জানিয়েছেন, এই তিনটি ম্যাচে সঞ্জু শুধু ব্যাটার হিসাবে খেলবেন। উইকেটকিপিংও করবেন না। মনে করা হচ্ছে, তাঁকে ব্যাটিংয়ের সময় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে ব্যবহার করা হতে পারে। সে কারণেই অধিনায়ক রাখা হচ্ছে না তাঁকে।

Advertisement

বৃহস্পতিবার সঞ্জু বলেছেন, “আমি পরের তিনটে ম্যাচে পুরোপুরি ফিট থাকতে পারব। আমাদের দলে অনেক নেতা রয়েছে। গত কয়েক বছরে অনেকে দলের খেয়াল রেখেছে। তাই প্রথম তিনটে ম্যাচে রিয়ান দলকে নেতৃত্ব দেবে। ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আশা করি দলের বাকিরা ওর পাশে সব সময় থাকবে।”

রাজস্থানের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “সঞ্জু স্যামসন রাজস্থান দলের অবিচ্ছেদ্য অংশ। উইকেটকিপিং এবং ফিল্ডিংয়ের অনুমতি না মেলা পর্যন্ত ও শুধু ব্যাটার হিসাবেই আমাদের সাহায্য করতে তৈরি। পুরোপুরি ফিট হয়ে গেলেই নেতৃত্বে ফিরবে সঞ্জু।”

আঙুলের চোট সারিয়ে কিছু দিন আগেই রাজস্থান শিবিরে যোগ দেন সঞ্জু। ফেব্রুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়‌ে চোট পেয়েছিলেন। বাকি সিরিজ়‌ে খেলতে পারেননি। পরে আঙুলে অস্ত্রোপচার হয়।

অসমের ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রিয়ানের। গত কয়েক বছর ধরেই রাজস্থান দলের সদস্য তিনি। ফলে বিশেষজ্ঞদের ধারণা, মানিয়ে নিতে অসুবিধা হবে না রিয়ানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement