BGT 2024-25

‘শাস্তি হবে না বলে ওরা যা ইচ্ছে তাই করছে’! ভারতীয় দলকে নিশানা অস্ট্রেলিয়ার কোচের

ভারতীয় ক্রিকেটারদের উল্লাসের ধরনে বিরক্ত অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর মতে, শাস্তির কোনও সম্ভাবনা নেই বলে ভারতীয় ক্রিকেটারেরা মাঠে যা ইচ্ছে তাই করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৩৭
Share:

উসমান খোয়াজাকে আউট করে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। জসপ্রীত বুমরাহদের উল্লাসের ধরন নিয়ে ক্ষুব্ধ অসি কোচ। ছবি: রয়টার্স।

সিডনিতে শেষ টেস্টেও উত্তাপ কমার লক্ষণ নেই। বরং তা বেড়েই চলেছে। মাঠের উত্তাপ ছড়িয়েছে বাইরেও। ভারতীয় ক্রিকেটারদের উল্লাসের ধরনে বিরক্ত অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর মতে, শাস্তির কোনও সম্ভাবনা নেই বলে ভারতীয় ক্রিকেটারেরা মাঠে যা ইচ্ছে তাই করছেন। ভারতীয় ক্রিকেটারের অসি ব্যাটার স্যাম কনস্টাসকে রাগানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ তাঁর।

Advertisement

সিডনিতে প্রথম দিন খেলার শেষ বলে উসমান খোয়াজাকে আউট করেন জসপ্রীত বুমরাহ। তার পরেই অন্য প্রান্তে থাকা কনস্টাসের দিকে তেড়ে যান তিনি। কনস্টাসের সামনে গিয়ে উল্লাস করেন তিনি। বুমরাহকে সচরাচর এ ভাবে উল্লাস করতে দেখা যায় না। বুমরাহের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি, লোকেশ রাহুলেরা। এই ঘটনা ভাল ভাবে নেননি ম্যাকডোনাল্ড।

অস্ট্রেলিয়ার কোচ বলেন, “ওরা ইচ্ছে করে কনস্টাসকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ও মানসিক ভাবে ঠিক আছে কিনা। এটা আমার দায়িত্ব।” কোচ কনস্টাসের পাশে দাঁড়ালেও বুমরাহকে আগে কিছু বলেছিলেন অসি ব্যাটারই। খোয়াজা চেষ্টা করছিলেন সময় নষ্ট করার। বুমরাহ বল করতে যাওয়ার সময় কনস্টাস আম্পায়ারকে কিছু বলেন। তাতে আরও সময় নষ্ট হয়। এই বিষয়টি ভাল ভাবে নেননি ভারতীয় ক্রিকেটারেরা। বল করার আগে কনস্টাসের সঙ্গে বুমরাহের কথা কাটাকাটিও হয়। সেই কারণেই হয়তো খোয়াজাকে আউট করার পরে এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন বুমরাহ।

Advertisement

ম্যাকডোনাল্ডের মতে, আইসিসির বিষয়টি দেখা উচিত। কোনও শাস্তি নেই বলে ও ভাবে মাঠে উল্লাস করা যায় না। তিনি বলেন, “উল্লাসের উপর কোনও শাস্তি নেই। ক্রিকেটের নিয়মের মধ্যে থেকে তা করা যায়। কিন্তু তাই বলে যা ইচ্ছে তাই করা যায় না। শাস্তি হবে না বলে ওরা যা ইচ্ছে তাই করছে। এটা ঠিক নয়। আমার মনে হয়, আইসিসির বিষয়টি দেখা উচিত।”

অসি কোচের উল্টো সুর শোনা গিয়েছে ভারতীয় শিবির থেকে। দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ বলেন, “কনস্টাসের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। ওর আক্রমণাত্মক খেলার ধরন আমরা পছন্দ করি। আমরাও একই ভাবে খেলতে চাই। কিন্তু আমাদের হাল্কা ভাবে নিলে হবে না। আমরা একটা দল হিসাবে খেলছি। দল হিসাবেই সব কিছুর জবাব দেব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement