রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার জয়ে এক দিকে যেমন ভারতের চাপ বাড়ল, অন্য দিকে তেমনই লাভ হল বাংলাদেশের। নিউ জ়িল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ় জিতেছে অস্ট্রেলিয়া। তার ফলে ভারতের সঙ্গে ব্যবধান কমিয়েছে তারা। রোহিত শর্মারা এখনও শীর্ষে থাকলেও প্যাট কামিন্সেরা তাঁদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন।
অস্ট্রেলিয়া-নিউ জ়িল্যান্ড টেস্টের পরে পয়েন্ট তালিকায় এক নম্বরে ভারত। ন’টি ম্যাচ খেলে রোহিতেরা জিতেছেন ছ’টি। হেরেছেন দু’টি। ড্র করেছেন একটি ম্যাচ। ভারতের পয়েন্ট ৭৪। পয়েন্টের শতাংশ ৬৮.৫১। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে।
দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্ট খেলে আটটি জিতেছে। তিনটি হেরেছে তারা। ড্র করেছে একটি। কামিন্সদের পয়েন্ট ভারতের থেকে বেশি (৯০) হলেও তাঁদের পয়েন্টের শতাংশ ৬২.৫০। অর্থাৎ ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশের তফাত ৬.০১।
তিন নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। দুই টেস্ট হারায় তাদের পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ৫০.০০। চতুর্থ স্থানে থাকা বাংলাদেশেরও পয়েন্টের শতাংশ ৫০.০০। তবে তারা মাত্র দু’টি টেস্ট খেলেছে। অর্থাৎ, এখনও বেশ কয়েকটি সিরিজ় খেলতে হবে তাদের। পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬।
তালিকায় ছ’নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তাদের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের শতাংশ ২৫.০০। ভারতের কাছে সিরিজ় হেরে আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ ১৭.৫০। নবম স্থানে থাকা শ্রীলঙ্কা দু’টি টেস্ট খেলে দু’টিতেই হেরেছে। ফলে তাদের পয়েন্টের শতাংশ শূন্য।