Australia vs Pakistan

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার হার, সিরিজ় হেরে গেল পাকিস্তান, নিয়মরক্ষার লড়াই সিডনিতে

আবার হার পাকিস্তানের। পার্‌থের পর মেলবোর্নেও হেরে গেল শান মাসুদের দল। সিডনিতে তৃতীয় টেস্ট এখন শুধুই নিয়মরক্ষার। ওই ম্যাচ খেলেই অবসর নেবেন ডেভিড ওয়ার্নার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৩:১৯
Share:

উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস প্যাট কামিন্সের। সঙ্গে মার্নাস লাবুশেন। ছবি: পিটিআই।

আবার হার পাকিস্তানের। পার্‌থের পর মেলবোর্নেও হেরে গেল শান মাসুদের দল। সিডনিতে তৃতীয় টেস্ট এখন শুধুই নিয়মরক্ষার। ওই ম্যাচ খেলেই অবসর নেবেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারল ৭৯ রানে। ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা প্যাট কামিন্স।

Advertisement

মেলবোর্নে প্রথমে ব্যাট করে ৩১৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তান শেষ হয়ে যায় ২৬৪ রানে। অস্ট্রেলিয়া এর পর ব্যাট করে পাকিস্তানের সামনে ৩১৭ রানের লক্ষ্য রাখে। সেই রান তুলতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ২৩৭ রানে।

মেলবোর্নে একটা সময় অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল পাকিস্তান। কিন্তু মাসুদের দল সেই চাপ ধরে রাখতে ব্যর্থ হয়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৪ রানে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬ রানে ৪ উইকেট হারায় তারা। কিন্তু পাকিস্তানের বোলারেরা অস্ট্রেলিয়াকে তার পরেও চাপে ফেলতে পারেনি। স্টিভ স্মিথ এবং মিচেল মার্শ ১৫৩ রানের জুটি গড়েন। তাঁদের সেই ইনিংস অস্ট্রেলিয়ার উপর থেকে সব চাপ কাটিয়ে দেয়।

Advertisement

৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। কোনও বড় জুটি গড়তে পারেনি তারা। অধিনায়ক মাসুদ ৬০ রান করেন। ৫০ রান করেন আঘা সলমন। প্রাক্তন অধিনায়ক বাবর আজ়ম ৪১ রান করে আউট হয়ে যান। লোয়ার অর্ডারের কোনও ব্যাটার রান করতে পারেননি। চার জন ব্যাটার শূন্য রানে আউট হয়ে যান।কামিন্স দুই ইনিংসেই ৫টি করে উইকেট তুলে নেন।

পরের টেস্ট শুরু ৩ জানুয়ারি থেকে। সিডনিতে খেলবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। সেটাই ওয়ার্নারের শেষ টেস্ট। ঘরের মাঠে খেলে বিদায় নেবেন ওয়ার্নার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement