Asia Cup 2022

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা, কোন পথে এল হাসরঙ্গদের জয়

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান। দু’দিন আগেই শনাকারা হারিয়েছেন বাবরদের। তাঁদের সামনে সুযোগ বদলা নেওয়ার। অন্য দিকে পর পর দু’ম্যাচে জেতার সুযোগ শ্রীলঙ্কার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৯:০২
Share:

উচ্ছ্বাস শ্রীলঙ্কার ক্রিকেটারদের। ছবি: পিটিআই

সংক্ষেপে
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান। দু’দিন আগেই শনাকারা হারিয়েছেন বাবরদের। তাঁদের সামনে সুযোগ বদলা নেওয়ার। অন্য দিকে পর পর দু’ম্যাচে জেতার সুযোগ শ্রীলঙ্কার।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৯ key status

এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা

২৩ রানে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা। 

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:১০ key status

আউট খুশদিল

একই ওভারে খুশদিলকে আউট করেন হাসরঙ্গ।

Advertisement
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৪ key status

আউট আসিফ

শূন্য রান করে আউট আসিফ আলি।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:০০ key status

আউট রিজওয়ান

৫৫ রান করে আউট হয়ে গেলেন রিজওয়ান।

Advertising
Advertising
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৩ key status

আউট নওয়াজ

আট বলে ছ’রান করে আউট মহম্মদ নওয়াজ।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২২:৫১ key status

১৫ ওভারে পাকিস্তানের রান ১০১

জিততে পাঁচ ওভারে আরও ৭০ রান করতে হবে পাকিস্তানকে।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৩ key status

আউট ইফতিকার

৩২ রান করে মদুশনের বলে আউট ইফতিকার আহমেদ।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৬ key status

১২ ওভারে পাকিস্তানের রান ৮৮

রিজওয়ান ৪১ ও ইফতিকার ৩২ রান করে খেলছেন। জিততে দরকার আরও ৮৩ রান। 

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২২:১৮ key status

ন’ওভারে পাকিস্তানের রান ৬৩

রিজওয়ান ৩৩ রান করে ব্যাট করছেন। জিততে এখনও ১০৮ রান করচে হবে পাকিস্তানকে। 

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২২:০৬ key status

পাওয়ার প্লে শেষে পাকিস্তানের রান ৩৭

জয়ের জন্য ১৪ ওভারে ১৩৪ রান করতে হবে পাকিস্তানকে। 

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৮ key status

আউট ফখর জামান

বাবরকে আউট করার পরের বলেই ফখরকে আউট করলেন প্রমোদ মদুশন।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:৫২ key status

আউট বাবর

পাঁচ রান করে আউট বাবর আজম।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৯ key status

পাকিস্তানের রান ২০

তিন ওভারে পাকিস্তানের রান ২০। জিততে দরকার এখনও ১৫১ রান। 

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:৪১ key status

প্রথম ওভারে একের পর এক ওয়াইড

কোনও বল না করেই ৯ রান দিয়ে দেন মদুশঙ্ক। একের পর এক বল ওয়াইড এবং নো করেন তিনি। প্রথম ওভারে উঠল ১২ রান।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:১৯ key status

২০ ওভারে শ্রীলঙ্কার রান ১৭০

 রাজাপক্ষ ৭১ রান করে অপরাজিত থাকলেন। পাকিস্তানকে জিততে ১৭১ রান করতে হবে।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:০৬ key status

অর্ধশতরান রাজাপক্ষের

দলকে খারাপ পরিস্থিতি থেকে টেনে তুললেন রাজাপক্ষ। ৩৫ বলে অর্ধশতরান করলেন তিনি।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১:০২ key status

ভাল খেলছেন রাজাপক্ষ

পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে দলকে টেনে নিয়ে যাচ্ছেন ভানুকা রাজাপক্ষ।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২০:৫১ key status

আউট হাসরঙ্গ

৩৬ রান করে হ্যারিস রউফের বলে আউট হয়ে গেলেন হাসরঙ্গ। 

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২০:৪২ key status

জুটি বেঁধেছেন রাজাপক্ষ-হাসরঙ্গ

১৩ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৯৯। রাজাপক্ষ ৩২ ও হাসরঙ্গ ২৫ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৭ key status

১২ ওভারে শ্রীলঙ্কার রান ৮৫

রাজাপক্ষ ৩১ ও হাসরঙ্গ ১২ রান করে ক্রিজে রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement