Asia Cup 2022

পাকিস্তান দলে মাঠের বাইরের লড়াই, বাবরকে টেক্কা দিলেন রিজওয়ান

সুপার ফোর-এ ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন মহম্মদ রিজওয়ান। সতীর্থ বাবর আজমকে টপকে গিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৭
Share:

পাকিস্তানের দুই ওপেনারের মাঝে অন্য লড়াই চলছে। —ফাইল চিত্র

মাঠের মধ্যে তাঁরা সতীর্থ। একসঙ্গে লড়াই করেন। দেশকে জেতানোর চেষ্টা করেন। কিন্তু মাঠের বাইরে তাঁরা দু’জন আলাদা ব্যাটার। দু’জনেই চেষ্টা করেন একে অপরকে ছাপিয়ে যেতে। সেটাই দেখা গেল। সতীর্থ বাবর আজমকে টপকে টি-টোয়েন্টিতে আইসিসির পুরুষ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান।

Advertisement

রিজওয়ান পাকিস্তানের তৃতীয় ব্যাটার যিনি এই তালিকায় শীর্ষে গেলেন। পাকিস্তানের হয়ে প্রথম এই কীর্তি করেছিলেন মিসবা উল হক। ২০০৮ সালের ২০ এপ্রিল থেকে ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৩ দিন আইসিসির ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার ছিলেন তিনি। দলের বর্তমান অধিনায়ক বাবর শীর্ষে ছিলেন ১১৫৫ দিন। তাঁকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন রিজওয়ান।

ভারতের বিরুদ্ধে ৭১ রান করেছেন রিজওয়ান। তার ফলে পয়েন্ট বেড়েছে তাঁর। এখন রিজওয়ানের পয়েন্ট ৮১৫। তালিকায় দু’নম্বরে রয়েছেন বাবর। তাঁর পয়েন্ট ৭৯৪। এ বারের এশিয়া কাপে এখনও পর্যন্ত ব্যাটে রান নেই বাবরের। তিন ম্যাচে পাকিস্তানের অধিনায়ক করেছেন মাত্র ৩৩ রান। সেই কারণে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তাঁর পয়েন্ট ৭৯২। ভারতের সূর্যকুমার যাদব রয়েছেন চার নম্বরে। তাঁর পয়েন্ট ৭৭৫। পাঁচ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের দাউইদ মালান। তাঁর দখলে রয়েছে ৭৩১ পয়েন্ট। প্রথম দশে সূর্যকুমার ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার জায়গা পাননি।

Advertisement

এ বারের এশিয়া কাপে ছন্দে রয়েছেন রিজওয়ান। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন তিনি। তিন ম্যাচে তাঁর রান ১৯২। গড়ে ৯৬। সর্বোচ্চ অপরাজিত ৭৮। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে ৭৩.৩৮ গড়ে ১৫৪১ রান করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement