Hardik Pandya

Asia Cup 2022: রান তাড়া করতে নেমে আর ভয় পায় না হার্দিক, সতীর্থের প্রশংসায় মাতলেন রোহিত

গুরুত্বপূর্ণ সময়ে রান তাড়া করতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছেন হার্দিক। ম্যাচের পর রোহিতের প্রশংসা পেলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ০০:৫০
Share:

হার্দিকের প্রশংসা করলেন রোহিত। ফাইল ছবি

রোহিত শর্মা, বিরাট কোহলী ফিরে যাওয়ার সময় হঠাৎই মনে হচ্ছিল, দশ মাস আগের হারের পুনরাবৃত্তি হবে না তো দুবাইয়ে? টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এশিয়া কাপেও কি বাজি মেরে দেবে পাকিস্তান? শেষ পর্যন্ত হয়নি। ভারতকে যিনি ম্যাচ জেতালেন, তিনি গত কয়েক মাসে নিজেকে আমূল বদলে ফেলেছেন। ম্যাচের পর সেই বদলে যাওয়া হার্দিক পাণ্ড্যের প্রশংসায় পঞ্চমুখ রোহিত। জানালেন, রান তাড়া করতে নেমে হার্দিক এখন আর ভয় পান না।

Advertisement

বললেন, “প্রত্যাবর্তনের পর থেকে হার্দিককে আর চেনা যাচ্ছে না। অসাধারণ খেলছে। দলে না থাকার সময়েও ওকে কী করতে হবে এবং কী ভাবে নিজেকে সুস্থ রাখতে হবে, সেটা সঠিক ভাবে পরিকল্পনা করেছে। নিজের ফিটনেসও সেই উচ্চতায় নিয়ে গিয়েছে। এখন নিয়মিত ঘণ্টায় ১৪০ কিমির বেশি জোরে বোলিং করছে। ব্যাটিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। ও কেমন ব্যাট করে সেটা সবাই জানি।”

এখানেই থামেননি রোহিত। বলেছেন, “ফিরে আসার পর থেকে ওকে অনেক শান্ত মনে হচ্ছে। ব্যাট হোক বা বল, দুটো বিভাগেই ভাল খেলছে ও। আগের থেকেও জোরে বল করতে পারে। এখন বাউন্স দিতেও শিখে গিয়েছে। নিজে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে পারে সেটা ওর পক্ষে আগে বোঝা দরকার ছিল। এখন সেটা নিয়ে কোনও সমস্যা নেই। প্রতি ওভারে ১০ রান দরকার হলে আমরা হয়তো ভয় পেতে পারি। কিন্তু হার্দিক পাবে না।”

Advertisement

রোহিত জানিয়েছেন, রান তাড়া সময় তাঁরা যখন মাঝপথে, তখনই বিশ্বাস এসে গিয়েছিল যে ম্যাচটা জিতবেন। সেই বিশ্বাস বজায় ছিল শেষ বল পর্যন্ত। বললেন, “আমরা জানতাম পরিস্থিতি যা-ই হোক না কেন, আমরা ঠিক জিতব। সেই বিশ্বাস শেষ পর্যন্ত থাকলে ম্যাচের ফলাফল আমাদের দিকেই যাবে। আমাদের দলে প্রত্যেকের ভূমিকা স্পষ্ট রয়েছে। সেটা কাজে লেগেছে।”

রবিবার পাকিস্তানের সব উইকেটই নিয়েছেন জোরে বোলাররা। সেই প্রসঙ্গে রোহিতের মন্তব্য, “গত বছর থেকেই ওরা ভাল খেলছে। প্রত্যেকেই বিভিন্ন পরিস্থিতিতে, চাপের মুখে ভাল খেলেছে। সেটাই এখন দেখতে পাচ্ছি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement