Asia Cup 2022

শ্রীলঙ্কার কাছে কেন হার? খামতি কোথায়? বিশ্বকাপের আগে কী করতে হবে, জানিয়ে দিলেন শাকিব

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। কোথায় ম্যাচ হারলেন শাকিবরা? এখনও কী কী খামতি রয়েছে দলের? সে কথা জানালেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ০০:০১
Share:

শাকিব আল হাসান। ছবি সংগৃহীত।

রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। অধিনায়ক হিসাবে ব্যর্থ শাকিব আল হাসান। ঠিক কোথায় ম্যাচ হারল বাংলাদেশ? কোথায় কোথায় খামতি রয়েছে দলের? বিদায়বেলায় সে কথা জানিয়ে দিলেন শাকিব।

Advertisement

ম্যাচ শেষে শাকিব বলেন, ‘‘কয়েকটা ওভারের জন্য ম্যাচটা হারলাম। ওদের আট উইকেট পড়ে গিয়েছিল। শেষ দু’ওভারে ২০ রানের বেশি দরকার ছিল। কিন্তু ওরা চার বল বাকি থাকতে জিতে গেল। এর থেকেই বোঝা যাচ্ছে ডেথ ওভারে আমরা ভাল বল করতে পারিনি।’’

বাংলাদেশের হয়ে শেষ ওভারে বল করতে আসেন মেহেদি হাসান মিরাজ। তার আগে মাত্র এক ওভার বল করেছিলেন তিনি। পেসারদের ওভার শেষ করিয়ে দিয়ে স্পিনারকে ধরে রাখার কারণও জানিয়েছেন শাকিব। তিনি বলেন, ‘‘আমরা উইকেট তুলতে চাইছিলাম। পেসাররা ভাল বল করছিল। তাই ওদের আগে বল করিয়েছি। কিছু করার ছিল না।’’

Advertisement

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও গত ছ’মাসে দল অনেকটা উন্নতি করেছে বলে জানিয়েছেন শাকিব। তিনি বলেন, ‘‘গত ছ’মাসে আমরা খুব একটা ভাল খেলছিলাম না। কিন্তু শেষ দু’টো ম্যাচে আমরা লড়াই করেছি। তার থেকেই বোঝা যাচ্ছে আমাদের উন্নতি হচ্ছে।’’

অক্টোবরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। শাকিব বাংলাদেশের অধিনায়ক হওয়ার পরে বলেছিলেন, বিশ্বকাপই তাঁর পাখির চোখ। সেখানে ভাল খেলার জন্য এখনও দলের অনেক উন্নতি প্রয়োজন বলে মনে করেন তিনি। শাকিব বলেন, ‘‘বিশ্বকাপে অন্য রকমের চ্যালেঞ্জ। তবে তার জন্য আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement