নাথান লায়ন। ছবি: টুইটার।
মাঠে না নেমেও টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন নাথান লায়ন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ়ের দ্বিতীয় টেস্ট লর্ডসে শুরু হতেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার স্পিনার। বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে নজির গড়লেন লায়ন।
বিশ্বের প্রথম বোলার হিসাবে দেশের হয়ে টানা ১০০টি টেস্ট খেলার নজির গড়লেন লায়ন। অ্যাশেজের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও প্যাট কামিন্সের দলের প্রথম একাদশে জায়গা পেয়েছেন লায়ন। তাই লর্ডস টেস্টে টস হওয়ার সঙ্গে সঙ্গে দেশের হয়ে টানা ১০০টি টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়ায় বুধবার ম্যাচের শুরুতে মাঠে নামতে হয়নি লায়নকে। তবু প্রথম একাদশে থাকার সুবাদে নজির গড়ে ফেললেন তিনি।
প্রথম বোলার হিসাবে এই নজির গড়লেও টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে লায়ন ষষ্ঠ ক্রিকেটার হিসাবে দেশের হয়ে টানা ১০০টি টেস্ট খেললেন। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে পাঁচ জন ক্রিকেটারের। তাঁরা প্রত্যেকেই ব্যাটার। এই তালিকায় রয়েছেন অ্যালিস্টার কুক, অ্যালান বর্ডার, মার্ক ওয়, সুনীল গাওস্কর এবং ব্রেন্ডন ম্যাকালাম। কুক ইংল্যান্ডের হয়ে টানা ১৫৯টি টেস্ট খেলেছেন। বর্ডার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন টানা ১৫৩টি টেস্ট। ওয় অস্ট্রেলিয়ার হয়ে টানা ১০৭টি টেস্টে মাঠে নেমে ছিলেন। গাওস্কর ভারতের হয়ে টানা ১০৬টি টেস্ট খেলেছেন। ম্যাকালাম নিউ জ়িল্যান্ডের হয়ে টানা ১০১টি টেস্ট খেলেছেন। এই তালিকায় নতুন সংযোজন লায়ন। ছয় ক্রিকেটারের মধ্যে তৃতীয় অস্ট্রেলীয় হিসাবে টানা ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন অসি অফ স্পিনার।